বাংলা নিউজ > ঘরে বাইরে > Marion Biotech: উজবেকিস্তানে শিশু মৃত্যুতে কাঠগড়ায় থাকা ওষুধ নির্মাতা সংস্থার নয়ডা কারখানায় উৎপাদন বন্ধের নির্দেশ

Marion Biotech: উজবেকিস্তানে শিশু মৃত্যুতে কাঠগড়ায় থাকা ওষুধ নির্মাতা সংস্থার নয়ডা কারখানায় উৎপাদন বন্ধের নির্দেশ

 নয়ডার ম্যারিয়ন বায়োটেকের ইউনিটের সমস্ত কাজ আপাতত বন্ধের নির্দেশ। (PTI) (MINT_PRINT)

সদ্য সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থায় তল্লাশি অভিযান চালায়। একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ওই অভিযানের পরই বৃহস্পতিবার রাতে ওই সংস্থার নয়ডা ইউনিটে সমস্ত ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, ম্যারয়ন বায়োটেকের অন্যতম কর্তা হাসান হ্যারিস জানিয়েছেন, তাঁরা তদন্তকারীদের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। রিপোর্ট না আসা পর্যন্ত তাঁরা অপেক্ষা করবেন।

কাশির সিরাপের জেরে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু ঘিরে তদন্তে নেমে নয়ডার ‘ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেড’এর সমস্ত কর্মকাণ্ড আপাতত স্থগিত রাখল ভারত। নয়ডার এই ইউনিটে আপাতত বন্ধ থাকবে ওষুধ উৎপাদন। শুক্রবার এক টুইট বার্তায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

সদ্য সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থায় তল্লাশি অভিযান চালায়। একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ওই অভিযানের পরই বৃহস্পতিবার রাতে ওই সংস্থার নয়ডা ইউনিটে সমস্ত ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ম্যারয়ন বায়োটেকের অন্যতম কর্তা হাসান হ্যারিস জানিয়েছেন, তাঁরা তদন্তকারীদের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। রিপোর্ট না আসা পর্যন্ত তাঁরা অপেক্ষা করবেন। ততদিন কোনও ওষুধ উৎপাদন হবে না বলেও জানিয়েছেন হাসান হ্যারিস। এর আগে, গত বৃহস্পতিবার ‘ম্যারিয়ন বায়োটেক’ কে নির্দিষ্ট ‘ডক ওয়ান ম্যাক্স’ ওষুধটি তৈরি বন্ধ করার নির্দেশ দেয় উত্তরপ্রদেশ সরকার। এই ওষুধ সর্দিকাশির ওষুধ। এছড়াও উত্তরপ্রদেশের সরকার নির্দেশে জানিয়েছে, প্রোপিলিন গ্লাইকলযুক্ত অন্য ওষুধগুলিরও উৎপাদন বন্ধ করতেও সংস্থাকে নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। উল্লেখ্য, এর আগে উজবেকিস্তানে ১৮ জন শিশুর মৃত্যুর খবর আসে। অভিযোগ ওই কাশির ওষুধ খেয়েই শিশুদের মৃত্যু হয়েছে। এরপরই ভারতের তরফে তদন্তের উদ্যোগ আসে।

এদিকে, বৃহস্পতিবার ‘সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ এবং উত্তর প্রদেশের ‘ড্রাগ কন্ট্রোলিং অ্যান্ড লাইসেন্সিং অথরিটি’ যৌথ দল তদন্তে নামে। উজবেকিস্তানে মৃত শিশুদের সঙ্গে ওই সংস্থার কাশির সিরাপের সংযোগের অভিযোগ খতিয়ে দেখতেই এই উদ্যোগ। বৃহস্পতিবার নয়ডার ওই কারখানা ঘুরে দেখেন তদন্তকারী দলের সদস্যরা। সেখান থেকে কিছু নমুনা তাঁরা সংগ্রহ করেছেন বলেও খবর।

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন