বাংলা নিউজ > ঘরে বাইরে > সন্তানের সামনে জোর করে সহবাস! Marital Rape! ডিভোর্স নিয়ে পর্যবেক্ষণ আদালতের

সন্তানের সামনে জোর করে সহবাস! Marital Rape! ডিভোর্স নিয়ে পর্যবেক্ষণ আদালতের

ম্যারিটাল রেপ নিয়ে কেরল হাইকোর্টের পর্যবেক্ষণ (HT_PRINT)

স্ত্রী অসুস্থ থাকার সময়তেও তাঁর সঙ্গে স্বামী জোর করে সহবাস করার চেষ্টা করতেন বলে অভিযোগ।

ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ চাওয়ার জন্য ম্যারিটাল রেপ খুব বড় কারণ হতে পারে। পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের। Justice Muhamed Mustaque  ও  Justice Kauser Edappagathএর পর্যবেক্ষণ আমরা দেখছি ডিভোর্স দাবি করার জন্য ম্যারিটাল রেপ বা স্ত্রীকে ধর্ষণ করা একটা বড় কারণ হতে পারে। প্রসঙ্গত একজন মহিলা ডিভোর্সের জন্য আবেদন করেছিলেন। তাঁর উপর মারাত্মক খারাপ ধরনের যৌন বিকৃতি ও শারীরিক অত্যাচার চালানো হত বলে অভিযোগ। রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে স্ত্রী অসুস্থ থাকার সময়তেও তাঁর উপর স্বামী জোর করে সহবাস করার চেষ্টা করতেন। এমনকী যেদিন তার মা মারা গিয়েছেন সেদিনও জোর করে সহবাস করা হয়েছে বলে অভিযোগ।

এমনকী অস্বাভাবিক ধরণের সহবাস করা, নাবালক সন্তানের সামনে তাকে সেক্স করতে বাধ্য করা হত বলেও অভিযোগ। আদালতের পর্যবেক্ষণ যে ম্যারিটাল রেপ তখনই হয় যখন একজন স্বামী ভাবতে শুরু করেন যে স্ত্রী তাঁর শরীরটা স্বামীর কাছে বন্ধক রেখেছেন। আধুনিক সমাজব্য়বস্থায় এটা কোনওভাবেই হতে পারে না। কোনও স্বামী স্ত্রীর শরীরের উপর প্রভুসুলভ অধিকার দাবি করতে পারেন না। হয় স্ত্রীকে সম্মান জানাতে হবে, অথবা তাঁর ব্যক্তিগত সত্ত্বাকে মানতে হবে। পর্যবেক্ষণ আদালতের। 

 

বন্ধ করুন