ইনফোসিসের মাইসুরু অফিস থেকে ৪০০ জনের ছাঁটাইয়ের প্রক্রিয়ার খবর শিরেনাম কাড়ার সঙ্গে সঙ্গেই আসছে মার্ক জাকারবার্গের প্রযুক্তি সংস্থা মেটা থেকে কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনার খবর আসতে শুরু করেছে। এমনই তথ্য দিচ্ছে বহু মিডিয়া রিপোর্ট। জানা যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই এই ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হতে পারে।
রিপোর্ট বলছে, মার্ক জাকারবার্গের সংস্থা মেটা থেকে পরের সপ্তাহেই ছাঁটাই হতে পারেন ৩,৬০০ জন কর্মী। আগামী সপ্তাহ থেকেই এই ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে বলে খবর। রয়টার্সের রিপোর্ট বলছে, সংস্থার ইন্টারনাল মেমোতে মেটা তার কর্মীদের জানিয়েছে যে, সংস্থার তরফে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের নিয়োগের দিকে বেশি ঝোঁকা হচ্ছে। এদিকে, খবর, সপ্তাহান্ত পার করে সোমবারই মেটার বিভিন্ন অফিসে যে কর্মীরা ছাঁটাই হবেন, তাঁদের কাছে পৌঁছে যাবে নোটিস। আমেরিকা সহ বিভিন্ন দেশের মেটার অফিসে এই নোটিস পৌঁছবে। জানা যাচ্ছে, তা সোমবার স্থানীয় সময় ভোর ৫ টা থেকে পাঠানো শুরু হবে। এদিকে,'স্থানীয় কিছু বিধি'র জেরে, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডসের কর্মীরা এই প্রক্রিয়ার আওতায় নেই, তবে ইউরোপের বাকি দেশগুলো ও এশিয়া, আফ্রিকার মতো দেশগুলির কর্মীরা ফেব্রুয়ারি ১১ থেকে ফেব্রুয়ারি ১৮র মধ্যে নোটিফিকেশন পাবেন। গতমাসেই মেটা নিশ্চিত করেছে যে, তারা ৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে। যারা খারাপ 'পারফরমার' হিসাবে চিহ্নিত হয়েছেন, ছাঁটাই প্রক্রিয়া তাঁদের ঘিরে। এদিকে, সংস্থার ইঞ্জিনিয়ারিং মনিটাইজেশনের ভিপি পেং ফ্যান জানিয়েছেন, সংস্থা ঝুঁকছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং সহ বাকি ‘ বিজনেজ ক্রিটিক্যাল’ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভূমিকার জন্য।
এদিকে, মার্কিন মুলুকে কর্মসংস্থানের অবস্থা যে খুব একটা ভালোর দিকে যাচ্ছে না, তার হদিশ দিয়েছে ব্লুমবার্গের সাম্প্রতিক রিপোর্ট। সেখানে বলা হয়েছে, আমেরিকায় চাকরির সম্ভাবনা ডিসেম্বরে যেরকম পতন হয়েছে, তা তিন মাসের অগ্রিম আভাসের থেকেও খারাপ পর্যায়ে রয়েছে। শ্রম বাজারেও ধস দেখা দিচ্ছে বলে খবর। সব মিলিয়ে এই পরিস্থিতিতে কর্মী ছাঁটাই খুব একটা সুখের খবর নয়।