বাংলা নিউজ > ঘরে বাইরে > Meta layoff: এক ধাক্কায় ১১০০০ কর্মী ছাঁটাই 'মেটা'য়! মার্ক জাকারবার্গ বললেন 'সরি', দিলেন কোন বার্তা?

Meta layoff: এক ধাক্কায় ১১০০০ কর্মী ছাঁটাই 'মেটা'য়! মার্ক জাকারবার্গ বললেন 'সরি', দিলেন কোন বার্তা?

মার্ক জাকারবার্গ। /Handout via Reuters/File Photo (via REUTERS)

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আগেই জানিয়েছিলেন যে তাঁর সংস্থাও এবার বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করবে। সেই মত আজ কর্মী ছাঁটাইয়ের সংখ্যা ঘোষিত হয়। বিভিন্ন মূল্যবৃদ্ধি ধর্মী ফ্যাক্টর ও দুর্বল বিজ্ঞানপই এই বিশাল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের মূল কারণ। মেটা-র ১৮ বছরের ইতিহাসে এই প্রথম এত বড় সংখ্যক ছাঁটাই ঘোষিত হয়।

টুইটারে একের পর এক কর্মী ছাঁটাইয়ের দুঃসংবাদের মাঝেই এবার সোশ্যাল মিডিয়া জায়েন্ট ‘মেটা’ প্ল্যাটফর্মও কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করে দিল। এক ধাক্কায় ১১০০০ জন কর্মীকে ছাঁটাই করার কথা ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, এই ছাঁটাই কার্যত এই বছরের সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘটনা। এই ঘোষণার পর 'মেটা' প্রধান মার্ক জাকারবার্গ ‘দুঃখ’ প্রকাশ করে নিজের স্টেটমেন্ট জানিয়েছেন।

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আগেই জানিয়েছিলেন যে তাঁর সংস্থাও এবার বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করবে। সেই মত আজ কর্মী ছাঁটাইয়ের সংখ্যা ঘোষিত হয়। বিভিন্ন মূল্যবৃদ্ধি ধর্মী ফ্যাক্টর ও দুর্বল বিজ্ঞানপই এই বিশাল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের মূল কারণ। মেটা-র ১৮ বছরের ইতিহাসে এই প্রথম এত বড় সংখ্যক ছাঁটাই ঘোষিত হয়। এর আগে এলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকেই সেই সংস্থাতেও ১০০০ এর বেশি কর্মী ছাঁটাই হয়েছে। সংস্থার নিম্নস্তর থেকে উচ্চস্তর, সমস্ত দিকে ছাঁটাই হয়েছে কর্মী। সব মিলিয়ে টুইটারের পর ফেসবুকের ঘরেও এমন কর্মী ছাঁটাইয়ের ছবি উঠে আসতেই তোলপাড় শুরু হয়। প্রসঙ্গত, কোভিডের মহামারীর ফলে বহুলাংশে ক্ষতি হয়েছে এই সংস্থাগুলির। সঙ্গে বাড়বাড়ন্ত মুদ্রাস্ফিতী এই সমস্যায় নতুন অধ্যায় হয়ে দাঁড়ায়। ফলে দুই সোশ্যাল মিডিয়া সংস্থাকেই বড় ক্ষতির মুখে পতে হয়।

খোদ অ্যান্টি নারকোটিকসের এএসআই গ্রেফতার মাদক সমেত! খোয়ালেন চাকরি

উল্লেখ্য, মেটার শেয়ারের দাম পড়ে গিয়েছে দুই তৃতীয়াংশ। তারপরও প্রথম কোয়ার্টারে কোনও মতে ফেসবুকের এই সংস্থা নিজের মতো করে এগিয়ে যায়, তবে কোয়ার্টার ২ তাদের মুখ থুবড়ে ফেলে দেয়। এদিকে এই বিশাল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পর ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এক বিজ্ঞপ্তিতে লেখেন, ‘সরি’। জানান এই ঘটনার দায় থেকে তিনিও বাইরে নন। তিনি ফেসবুকে জানান, যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন মেটার কর্মশক্তির ১৩ শতাংশ কমিয়ে এর কলেবর ছোট করার। ১১০০০ জন কর্মীকে ছাঁটাইয়ের কথা সেখানেই জানান জাকারবার্গ। আপাতত সংস্থা কর্মী নিয়োগও স্থগিত রাখছে বলে জানিয়েছেন তিনি। 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন