বাংলা নিউজ > ঘরে বাইরে > 'আপনার কর্মীকে দয়া করে অফিসে ফেরান!' বিয়ে বাঁচাতে স্বামীর বসকে চিঠি স্ত্রী'র

'আপনার কর্মীকে দয়া করে অফিসে ফেরান!' বিয়ে বাঁচাতে স্বামীর বসকে চিঠি স্ত্রী'র

প্রতীকী ছবি : ইনস্টাগ্রাম  (Instagram )

মজাই ধীরে ধীরে পরিণত হয়েছে সাজায়। সর্বক্ষণ একসঙ্গে থেকে চরমে উঠেছে ঝগড়া-ঝাঁটি।

করোনা লকডাউনে ওয়ার্কফ্রম হোম পেয়ে দম্পতিরা খুশিই হয়েছিলেন। বাড়িতে একসঙ্গে অনেকটা সময় কাটানো। মজাই তো। কিন্তু এই মজাই ধীরে ধীরে পরিণত হয়েছে সাজায়। সর্বক্ষণ একসঙ্গে থেকে চরমে উঠেছে ঝগড়া-ঝাঁটি।

এমনই এক চাকুরীজীবীর স্ত্রী মেল পাঠিয়েছেন স্বামীর বসকে। সেখানে তিনি লিখেছেন, 'দয়া করে আপনার কর্মীকে অফিসে ফেরত নিয়ে যান।' বাড়ি থেকে আর বেশিদিন কাজ করলে 'বিয়ে আর টিকবে না' স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।

মহিলা চিঠিতে অভিযোগ করেন, 'সারাদিন এই ঘর, ওই ঘর করে কাজ করেন। সমস্ত ঘর অগোছালো করে দেন। ১০ বার কফি চান।' আরও একজনের খেয়াল যে রাখা কার্যত অসম্ভব, তা স্পষ্ট জানিয়েছেন ২ সন্তানের মা। এমনকি তাঁর স্বামী অফিসের কলের সময়ে ঘুমিয়ে পড়েন, এমন মারাত্মক বিষয়ও ফাঁস করে দিয়েছেন তিনি। 

মেল-এর ছবি শেয়ার করেছেন কলকাতার শিল্পপতী হর্ষ গোয়েঙ্কা। মজা করে তিনি বলছেন, এর কী উত্তর হতে পারে বুঝতে পারছি না।

আপনিও কি ওয়ার্ক ফ্রম হোম করে ক্লান্ত? নাকি এটাই ভাল লাগছে? কমেন্টে জানাতে ভুলবেন না।

বন্ধ করুন