বাংলা নিউজ > ঘরে বাইরে > হরিয়ানায় কারখানার জন্য Maruti-কে জমি দিল সরকার, সিঙ্গুর থেকে ফিরেছিল TATA

হরিয়ানায় কারখানার জন্য Maruti-কে জমি দিল সরকার, সিঙ্গুর থেকে ফিরেছিল TATA

হরিয়ানায় গাড়ির কারখানা তৈরির জন্য জমি পেল মারুতি সুজুকি। ছবি: মারুতি সুজুকি (Maruti Suzuki)

তীব্র জমি আন্দোলনের জেরে সিঙ্গুর থেকে কার্যত ফিরতে হয়েছিল টাটাকে। এখনও সেই জমির একাংশ কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবে হরিয়ানায় অন্য ছবি। সেখানে মারুতিকে গাড়ি কারখানার জন্য বিপুল জমি দিল সরকার। 

জমি আন্দোলনের জেরে হুগলির সিঙ্গুর থেকে ফিরে গিয়েছিল টাটারা। আর হরিয়ানাতে তার উলটো ছবি। বৃহস্পতিবার একেবারে ঘটা করে মারুতি সুজুকির হাতে বিপুল জমি তুলে দিল হরিয়ানা সরকার। সেখানে গাড়ি তৈরির ইউনিট হবে। সেই প্রচেষ্টা সফল করতে হরিয়ানা সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করল মারুতি সুজুকি। আনুষ্ঠানিকভাবে হরিয়ানা সরকার দেশের সর্ববৃহৎ গাড়ি প্রস্তুতকারক সংস্থার হাতে জমি তুলে দিয়েছে। হরিয়ানার সোনিপতে তৈরি হবে এই গাড়ি কারখানা। তবে শুধু চারচাকা নয়, এখানে সুজুকি মোটর সাইকেলও তৈরি হবে। ২০২৫ সাল থেকে এখানে উৎপাদন শুরু হবে। মারুতি বর্তমানে মানেসার ও গুরুগ্রামে তাদের উৎপাদন ইউনিট চালায়।

প্রায় ৮০০ একর জায়গার উপর তৈরি হবে মারুতির কারখানা। এটা খারকোদা শিল্পতালুকের মধ্যে পড়ছে। প্রথম পর্যায়ে প্রায় ১১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে মারুতি সুজুকি। প্রথম পর্যায়ে বছরে আড়াই লাখ গাড়ি তৈরি করবে ওই কোম্পানি। আশা করা হচ্ছে ১৩ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে ওই শিল্পকেন্দ্রে। 

মারুতি সুজুকির তরফে জানানো হয়েছে, পরবর্তী ৮ বছর ধরে প্রতি বছরে প্রায় ১০ লাখ ইউনিট তৈরি হবে। মারুতি সুজুকি ইন্ডিয়ার চেয়ারম্যান আরসি ভার্গভ জানিয়েছেন, বাজার পরিস্থিতির উপর সবটা নির্ভর করছে। তবে আগামী ৮ বছরের মধ্য়ে আমরা আশা করছি উৎপাদনের শীর্ষে চলে যেতে পারব। সোনিপত প্ল্যান্ট তখন ১০ লাখ গাড়ি তৈরি ক্ষমতায় চলে যাবে।

কেনিচি আয়ুকাওয়া মারুতি সুজুকির কার্যনির্বাহী ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, যখন মারুতি হরিয়ানায় উৎপাদন শুরু করেছিল তখন বিশ্বের গাড়ি তৈরির মানচিত্রে ভারত ছিল না। আর আজ ভারত চতুর্থ স্থানে। হরিয়ানা সরকার ৮০০ একর জমি চারচাকার জন্য় ও ১০০ একর জমি মোটর বাইক তৈরির জন্য অনুমোদন করেছে।

ঘরে বাইরে খবর

Latest News

মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.