উত্সবের মরশুমের আগে ৪৬% কমল মারুতির বিক্রি, এমন উলটপুরাণ কেন?
১ মিনিটে পড়ুন . Updated: 02 Oct 2021, 03:30 PM ISTঠিক একইভাবে অগস্টেও আগের বছরের তুলনায় বিক্রি কমেছিল মারুতির।
ঠিক একইভাবে অগস্টেও আগের বছরের তুলনায় বিক্রি কমেছিল মারুতির।
সেপ্টেম্বর মাসে কমল মারুতি সুজুকির বিক্রি। গত মাসে মোট ৮৬,৮৩০ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ১,৬০,৪৪২ ইউনিট বিক্রি হয়েছিল।
গত বছর করোনা পরিস্থিতিতে বিক্রি এমনিতেই কম ছিল। কিন্তু এ বছর করোনা অনেকটাই স্থিমিত। তার মধ্যে আরও কমে গেল গাড়ির বিক্রি। উত্সবের মরশুমের আগে সাধারণত গাড়ির বিক্রি বাড়ে। কিন্তু এবার তার উল্টোটাই হয়েছে মারুতির। প্রায় ৪৬% কমেছে বিক্রি।
ঠিক একইভাবে অগস্টেও আগের বছরের তুলনায় বিক্রি কমেছিল মারুতির।
কিন্তু এই বিক্রি কমার কারণ কী?
সংস্থা জানিয়েছে, সেমি-কন্ডাক্টর চিপের মত ইলেকট্রনিক যন্ত্রাংশের ঘাটতির কারণে দ্রুত উত্পাদন সম্ভব হচ্ছে না। বিশ্বজুড়েই এখন সেমি-কন্ডাক্টর চিপের ঘাটতি চলছে।
আগেই মারুতি সুজুকি জানিয়েছিল যে সেপ্টেম্বরে তাদের উৎপাদন প্রায় ৬০% শতাংশ কমবে। এর প্রভাব বিক্রিতেও পড়বে বলে আগে থেকেই বলেছিল মারুতি। তবে এই পরিস্থিতি থেকে দ্রুত বেরনোর চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা। তবে অন্যদিকে টাটা ও স্কোডার মতো সংস্থাগুলি গাড়ির বিক্রি বেড়েছে বলে জানিয়েছে। গাড়ি উত্পাদন, বিক্রি শিল্পের সঙ্গে দেশের লক্ষ-লক্ষ মানুষের রুজিরুটি প্রত্যক্ষভাবে জড়িত। তাই অর্থনৈতিক দিক থেকে এটি বেশ গুরুত্বপূর্ণ।