যাত্রীহীন গাড়িতে চালকের মাস্ক পরা বাধ্যতামূলক নয়, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ইদানীং রাস্তায় এমন চালকের বিরুদ্ধে পুলিশ শাস্তিযোগ্য অভিযোগ দায়ের করায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলেই এই ব্যাখ্যা দিয়েছে মন্ত্রক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, ‘স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় এমন কোনও নিয়ম নেই যেখানে ফাঁকা গাড়ির চালকের মাস্ক পরা বাধ্যতামূলক। যদি আপনি একাধিক ব্যক্তির সঙ্গে ব্যায়াম করেন, সে ক্ষেত্রে মাস্ক জরুরি। কিন্তু একা সাইকেল চালানোর সময় এমন নির্দেশ মানতেই হবে, তা বলা হয়নি।’
ভূষণ বলেন, একত্রে ব্যায়াম করার সময় মাস্ক পরা উচিত ও সামাজিক নিরাপত্তা বিধি মেনে চলা দরকার। কিন্তু কেউ যদি একা গাড়ি চালিয়ে কোথাও সফর করেন, তাঁর মাস্ক পরার বিষয়ে কোনও কড়াকড়ি চাপানো হয়নি।
সম্প্রতি দেশের বড় শহরগুলিতে মাস্কহীন ফাঁকা গাড়ির চালকদের পুলিশের রোষের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, এমন চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।
বিভ্রান্তিকর এই বিষয়ে গত ২৫ অগস্ট দিল্লি পুলিশের তরফে টুইট করা হয়, ‘ফাঁকা গাড়ির চালক মাস্ক না পরলে তাঁকে চালান দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। ডিডিএমএ কর্তৃপক্ষ প্রকাশ্যে মাস্ক না পরা ব্যক্তিকে চালান দেওয়ার অদিকার দিয়েছে দিল্লি পুলিশকে।’
দিল্লি পুলিশের এক শীর্ষস্থানীয় আধিকারিক জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কোনও ব্যক্তি গাড়িতে সফর করলে তিনি প্রকাশ্য স্থানে রয়েছেন বলে গণ্য করা হয়। এই কারণেই আমরা চালান ব্যবহার করছি।’