বাংলা নিউজ > ঘরে বাইরে > ছন্দে ফিরছে অসম-মেঘালয় সীমান্তের গ্রাম, গুলি চলেছিল গ্রামে, প্রাণ হারিয়েছেন ৫জন

ছন্দে ফিরছে অসম-মেঘালয় সীমান্তের গ্রাম, গুলি চলেছিল গ্রামে, প্রাণ হারিয়েছেন ৫জন

উত্তেজনা ছড়িয়েছিল পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ে। (ANI Photo) (Anuwar Hazarika)

এই ঘটনার জেরে কি সেখানকার অর্থনীতিতে কোনও প্রভাব পড়বে? ডিসি জানিয়েছেন, ওখানকার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিছুক্ষেত্রে সীমান্ত এলাকায় চাষের জমি রয়েছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি যাতে না হয় সেটা বিশেষভাবে দেখা হচ্ছে।

ডেভিড লৈতফ্লাং

কিছুদিন আগেই গুলির শব্দে কেঁপে উঠেছিল অসম-মেঘালয় সীমান্তের গ্রাম মুকরো। ৫ কৃষক ও অসমের এক বনরক্ষীর মৃত্যু হয়েছিল গত ২২ নভেম্বর। কাঠ পাচারের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছিল উত্তেজনা। তবে জয়ন্তিয়া পাহাড়ের সেই গ্রামে ধীরে ধীরে ছন্দে ফিরছে। 

এনিয়ে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের আবেদন জানানো হয়েছে। ডেপুটি কমিশনার বাতলাং এস সোহিলি জোয়াইয়ের জেলা সদর দফতর থেকে হিন্দুস্তান টাইমসকে ফোনে জানিয়েছেন, জেলার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিত হয়ে গিয়েছে। জেলার বাসিন্দারাই এই কৃতিত্বের দাবিদার। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে জেলাকে শান্ত করার দায়িত্ব তাঁরাও নিয়েছেন।

তিনি জানিয়েছেন, কোথাও কোনও হিংসা, ভাঙচুর কিচ্ছু নেই। রাগ বা ক্ষোভের বহিঃপ্রকাশও কোথাও নেই। এমনকী সিভিল সোসাইটি গ্রুপ, এনজিও, প্রেসার গ্রুপ অত্যন্ত মর্যাদার সঙ্গে সাড়া দিয়েছেন। কোনওরকম ছেলেমানুষি তাঁরা দেখাননি।

ম্যাজিস্ট্রেট ও পুলিশ গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। যে বহুমূল্য জীবনহানি হয়েছে তার জন্য় আমাদের সমবেদনা রয়েছে। সাধারণ জনতার প্রশংসা করেছেন তিনি। ডিসি বলেন, কিছু প্রেসার গ্রুপ অসহযোগ আন্দোলনের পথে হাঁটছিলেন। বাদবাকি সবটাই স্বাভাবিক রয়েছে। তবে কিছু ব্লক অফিসে ও প্রত্যন্ত এলাকায় থাকা অফিসে কর্মচারীদের সংখ্যা কিছুটা কম। তবে জোয়াইতে কমবেশি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।

তিনি বার বার সাধারণ মানুষকে ধন্য়বাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, মৃতদের অত্যন্ত মর্যাদার সঙ্গে শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের আত্মীয় পরিজনদের জন্য় আমাদের সমবেদনা থাকছে।

এদিকে এই ঘটনার জেরে কি সেখানকার অর্থনীতিতে কোনও প্রভাব পড়বে? ডিসি জানিয়েছেন, ওখানকার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিছুক্ষেত্রে সীমান্ত এলাকায় চাষের জমি রয়েছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি যাতে না হয় সেটা বিশেষভাবে দেখা হচ্ছে।

তবে রাজধানী শিলংয়ে এর কোনও প্রভাব পড়েনি। সেখানে পরিস্থিতি একেবারে স্বাভাবিক। সেখানে যানবাহনের চলাচল আগের মতোই রয়েছে। তবে কিছু ক্ষেত্রে এটিএমে টাকা তোলার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কারণ একাধিক এটিএমে টাকার যোগান নেই। তবে বাকি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।

 

ঘরে বাইরে খবর

Latest News

'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি? ভাগলপুর লোকসভা কেন্দ্র ২০২৪: একদা গড়ে ফের জয়ের আশায় কংগ্রেস কাটিহার লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে বারবার হয়েছে হাতবদল, এবার প্রেস্টিজ ফাইট ১৯বলে ঝোড়ো অর্ধশতরান,উথাপ্পার নজির ছুঁলেন পাতিদার,অল্পের জন্য মিস গেইলের রেকর্ড ভোটের আগে হেল্পলাইন নম্বর চালু করল বিজেপি, উত্তরবঙ্গকে দেওয়া হচ্ছে বিশেষ নজর

Latest IPL News

মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.