বাংলা নিউজ > ঘরে বাইরে > মধ্যরাতের পর ব্ল্যাকআউট, গভীর অন্ধকারে ডুবে গেল পাকিস্তান

মধ্যরাতের পর ব্ল্যাকআউট, গভীর অন্ধকারে ডুবে গেল পাকিস্তান

করাচিতে ব্ল্যাকআউট। (ছবি সৌজন্য রয়টার্স)

এক নেটিজেন বলেন, ‘অবশেষে নয়া পাকিস্তানে নাইট মোড চালু করলেন ইমরান খান।’

বড়সড় বিদ্যুৎ বিপর্যয়ের ফলে গভীর অন্ধকারে ডুবে গেল পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। সেদেশের সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে প্রায় একইসঙ্গে একাধিক শহরে বিদ্যুৎ চলে যায়। ব্ল্যাকআউটের মুখে পড়ে করাচি, রাওয়ালপিণ্ডি, লাহোর, ইসলামাবাদ, মুলতান-সহ একাধিক শহর।

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অন্ধকারে ডুবে যায় পাকিস্তান-অধিকৃত কাশ্মীর। ব্যাহত হয় মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা। ব্ল্যাকআউটের জেরে করাচিতে জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা চূড়ান্ত বিপর্যস্ত হয়। মধ্যরাতে গভীর অন্ধকারে ডুবে যায় রাজধানীও।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শফাকত টুইটারে জানান, ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির (এনটিডিসি) বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়ে পাকিস্তানজুড়ে অন্ধকার নেমে এসেছে। তিনি বলেন, 'পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুক্ষণ সময় লাগবে।' পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমর আয়ুব খান জানান, আচমকা বিদ্যুৎ বণ্টন পরিষেবার ফ্রিকোয়েন্সি একধাক্কায় পড়ে যাওয়ায় অন্ধকারে ডুবে গিয়েছে পাকিস্তান। কী কারণে একধাক্কায় ফ্রিকোয়েন্সি কমে গিয়েছে, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানান তিনি। পরে ভোররাত এবং সকালের দিকে একাধিক টুইটে তিনি দাবি করেন, বিভিন্ন শহরে ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হচ্ছে। তবে দেশের সর্বত্র এখনও বিদ্যুৎ আসেনি বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

সেই ব্ল্যাকআউটের খবর ছড়িয়ে পড়তে স্বভাবতই উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। রাতেই টুইটারে #ব্ল্যাকআউট হ্যাশট্যাগ ট্রেন্ডিং হতে শুরু করে। রীতিমতো হাসির খোরাক হয়ে ওঠেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক নেটিজেন বলেন, ‘অবশেষে কোনও বিষয়ে একজোট হল পাকিস্তান। যা ভালো শুনতে লাগছে।’ অপর এক নেটিজেন বলেন, ‘অবশেষে নয়া পাকিস্তানে নাইট মোড চালু করলেন ইমরান খান।’ অনেকে আবার করোনাভাইরাস পরিস্থিতিতে ব্ল্যাকআউটের ফলে হাসপাতালগুলির পরিষেবা যে ভেঙে পড়বে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

ঘরে বাইরে খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.