বাংলা নিউজ > ঘরে বাইরে > Mathura Child Kidnapping: মথুরা স্টেশন থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার BJP নেত্রীর বাড়ি থেকে,পাচারকাণ্ডে ধৃত চিকিৎসক দম্পতি

Mathura Child Kidnapping: মথুরা স্টেশন থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার BJP নেত্রীর বাড়ি থেকে,পাচারকাণ্ডে ধৃত চিকিৎসক দম্পতি

মথুরা স্টেশন থেকে শিশু অপহরণের সেই দৃশ্য

 ২৪ অগস্ট মথুরা রেলওয়ে স্টেশন থেকে অপহৃত হওয়া ৭ মাস বয়সি শিশুকে উদ্ধার করা হল এক বিজেপি কর্পোরেটরের বাড়ি থেকে। ঘটনায় হাতরাশের চিকিৎসক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ উত্তরপ্রদেশে শিশু পাচারের র‌্যাকেট ফাঁস করল। ঘটনায় হাতরাসের এক চিকিৎসক দম্পতি সহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে অভিযান চালিয়ে ২৪ অগস্ট মথুরা রেলওয়ে স্টেশন থেকে অপহৃত হওয়া ৭ মাস বয়সি একটি ছেলেকেও পুলিশ উদ্ধার করেছে। সেই শিশুটিকে ফিরোজাবাদের এক বিজেপি কর্পোরেটর এবং তাঁর স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। মথুরার জিআরপি স্টেশনে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জিআরপির পুলিশ সুপার মহম্মদ মুশতাক জানিয়েছেন যে জিআরপি ৭ মাস বয়সি এক শিশুকে খুঁজছিল। তাকে গত ২৪ অগস্ট মথুরা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি অপহরণ করেছিল। ঘটনাটি স্টেশনের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল। সেই শিশুকে যে বিজেপি নেত্রীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, তাঁর নাম বিনীতা আগরওয়াল। ঘটনার পর বিজেপি নেত্রী ও তাঁর স্বামী তদন্তকারীদের জানান, তাঁরা দু’জন ডাক্তারের কাছ থেকে ১.৮ লক্ষ টাকা দিয়ে সেই শিশুটিকে কিনেছিলেন। 

বীনিতা জানান, তাঁর এক কন্যাসন্তান রয়েছে। তবে পুত্র সন্তানের ইচ্ছে ছিল তাঁদের। এই আবহে টাকার বিনিময়ে তাঁরা শিশুটিকে কিনে নেন। এদিকে জানা গিয়েছে, শিশুটিকে যে অপহরণ করেছিল তার নাম দীপ কুমার। ঘটনায় জড়িত দুই চিকিৎসক দম্পতি। হাতরসে সেই চিকিৎসকরা এক হাসপাতাল চালান। সেই দুই ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতদের নাম - ডাঃ প্রেম বিহারী (৩৮) এবং তাঁর স্ত্রী ডাঃ দয়াবতী (৩৮)।  হাতরাসের নৌ নগর এলাকায় বাঁকে বিহারী হাসপাতাল চালান তাঁরা। এদিকে অপহৃত শিশুকে মথুরে স্টেশনেই তার মা-বাবার কোলে তুলে দেওয়া হয় জিআরপির তরফে। 

বন্ধ করুন