বাংলা নিউজ > ঘরে বাইরে > হয়ত মন্দিরের ধ্বংসস্তূপের উপরেই মসজিদ গড়া হবে, দাবি ইমাম অ্যাসোসিয়েশন সভাপতির

হয়ত মন্দিরের ধ্বংসস্তূপের উপরেই মসজিদ গড়া হবে, দাবি ইমাম অ্যাসোসিয়েশন সভাপতির

মন্দিরের ধ্বংসস্তূপের উপরেই মসজিদ গড়া হবে, দাবি ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতির।

মসজিদ সর্বদা মসজিদই হয়। তাকে ভেঙে আর কিছু বানানো যায় না। দাবি ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতির।

হয়ত মন্দিরের ধ্বংসস্তূপের উপরেই মসজিদ গড়া হবে, দাবি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতির।

মসজিদ চিরদিন মসজিদই থাকবে। হয়ত মসজিদ গড়তে এবার মন্দিরও ধ্বংস হতে পারে। রাম মন্দির ভূমি পুজোর পরের দিনই এমন বিস্ফোরক মন্তব্য করলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন-এর সভাপতি সাজিদ রশিদি।

সংবাদসংস্থা এএনআই রশিদিকে উদ্ধৃত করে জানিয়েছে, বৃহস্পতিবার তিনি বলেন, ‘মসজিদ সর্বদা মসজিদই হয়। তাকে ভেঙে আর কিছু বানানো যায় না। আমরা বিশ্বাস করি ওখানে চিরকালই মসজিদ ছিল ও আছে। মন্দির ভেঙে মসজিদ নির্মাণ হয়নি, কিন্তু এখন হয়ত মন্দির ধ্বংস করেই মসজিদ গড়া হবে।’

প্রসঙ্গত, এর আগেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একই ভাবে হুমকি দিতে গিয়ে তুরস্কে হাজিয়া সোফিয়া মিউজিয়ামকে মসজিদে রুপান্তরের তুলনা টানে। 

সংগঠনের দাবি, বাবরি মসজিদ চিরদিন ছিল ও থাকবে। সেই সঙ্গে রাম মন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে পক্ষপাতদুষ্ট বলে। একই সঙ্গে মুসলিম ধর্মাবলম্বীদের উদ্দেশে বলা হয়েছে, ‘ভেঙে পড়লে চলবে না। পরিস্থিতি কখনও একই রকম থাকে না।’

বন্ধ করুন