আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানাতে তাঁকে শহরের চাবি উপহার দেওয়ার পরিকল্পনা করলেন আগ্রার মেয়র নবীন জৈন। সোমবার আগ্রা বিমানবন্দরে ট্রাম্পের বিমান নামার পরে তাঁকে ১২ ইঞ্চি লম্বা রুপোর তৈরি এই চাবি উপহার দেওয়া হবে।
আগ্রার প্রথম মেয়র হিসেবে এই উদ্যোগ নিতে পেরে খুবই উত্তেজিত মেয়র নবীন জৈন। তিনি জানিয়েছেন, ‘রুপোর এই চাবি আমরা দিল্লি থেকে তৈরি করিয়ে এনেছি। চাবির একপিঠে তাজ মহলের ছাপ এবং অন্য পিঠে লেখা রয়েছে আগ্রায় স্বাগতম। এই ঐতিহ্যের অর্থ হল, শহরের যে কোনও স্থান দর্শন করতে পারেন অতিথি।’
মেয়র বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের এই সফর স্মরণীয় করে রাখতে আমাদের যথাসাধ্য করছি। শহরের সৌন্দর্যায়ন করা হয়েছে যার অন্যতম প্রধান বৈশিষ্ট হিসেবে ল্যাম্পপোস্টের গায়ে তিনরঙা আলো জড়ানো। তাজ মহল দর্শন করে ফেরার পথে সন্ধ্যের পটভূমিকায় এই দৃশ্য দেখে ওঁদের খুব ভালো লাগবে।’
মার্কিন প্রেসিডেন্টকে শহরের চাবি উপহার দেওয়ার স্বপ্ন বাস্তবে কতটা পূর্ণ হবে মেয়রের, তাই নিয়ে অবশ্য সংশয় তৈরি করে রেখেছে ট্রাম্পের জন্য নির্ধারিত কঠোর নিরাপত্তা বেষ্টনী।
২০০০ সালে আগ্রার তত্কালীন মেয়র অধুনা উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবি রানি মৌর্য জানিয়েছেন, ‘সেই সময় আমাদের সঙ্গে কোনও সামগ্রী না রাখার নির্দেশের ফলে চাবি উপহার দেওয়ার পরিকল্পনা কার্যকর করা সম্ভব হয়নি। যদিও আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে আমার সেই সাক্ষাত্কার অত্যন্ত উষ্ণ ছিল।’
তবে বেবি রানির মতো সৌভাগ্যবান নন শহরের আর এক প্রাক্তন মেয়র ইন্দ্রজিত্ আর্য। ২০১৫ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তাজ মহল দর্শনের জন্য আগ্রায় আসার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তাঁর সফর বাতিল হয়। যদিও সেই বছরই অক্টোবর মাসে বিশ্ব মেয়র কাউন্সিলের সদস্য হওয়ার পরে হোয়াইট হাউসে ওবামার সঙ্গে দেখা করতে পেরেছিলেন ইন্দ্রজিত্।