আব্রাহাম থমাস
প্রায় ৫০০ এমবিবিএস ছাত্রছাত্রী কোভিড অতিমারির জেরে বিদেশের একাধিক মেডিকেল ইনস্টিটিউট ছেড়ে চলে এসেছিলেন। এবার তাঁদের প্রতি কিছুটা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ফাইনাল ইয়ারে তাঁরা আসেননি বলে তাঁদের ভারতের মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগও দেওয়া হয়নি। সেক্ষেত্রে প্রশ্ন তাঁরা এবার কোথায় যাবেন?
এদিকে ওই পড়ুয়ারা পড়েছেন অথৈ জলে। অনেকে অনলাইনে কোর্স শেষ করেছেন। চিন, ইউক্রেন, রাশিয়া, ফিলিপাইন্স থেকে তাঁরা প্রাথমিক মেডিক্যাল ডিগ্রিও পেয়েছেন। এবার বিচারপতি বিআর গভাই ও বিক্রম নাথের বেঞ্চ জানিয়েছে, মানবিক এই সমস্যা মেটাতে ২৫জানুয়ারির মধ্যে পদক্ষেপ নিন।
বিচারপতিরা জানিয়েছেন, সাধারণতন্ত্র দিবসের একটি উপহার ওদের দিন। কোনও সমস্য়া সমাধানের পথ না পেলে তাদের গোটা কেরিয়ার বিপর্যস্ত হয়ে যাবে। তবে বিশেষ কোনও নির্দেশ দেওয়া থেকে বিরত থাকলাম আমরা। স্বাস্থ্যমন্ত্রক, বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক জাতীয় মেডিকেল কমিশনের সঙ্গে কথা বলে একটা রাস্তা খুঁজে বের করুক।আমাদের আশা সরকার এনিয়ে গুরুত্ব দেবে।
এদিকে চলতি বছরের জুলাই মাসে এনএমসি একটি নির্দেশিকা জারি করেছিল। যেখানে বিদেশ থেকে চলে আসা মেডিকেল পড়ুয়াদের এদেশে রেজিস্ট্রেশন করতে দেওয়া হয়নি। এনিয়ে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন অনেকে।
অনেকে সপ্তম সেমেস্টারে বিদেশ থেকে ফিরে এসেছিলেন। কোভিডের জেরেই তাঁরা ফিরতে বাধ্য হয়েছিলেন। এদিকে এরপর তারা অনলাইনে কোর্স শেষ করেন। কিন্তু ডাক্তার হিসাবে আর ভারতে রেজিস্ট্রেশন পাচ্ছেন না তাঁরা।এমনকী কিছু পড়ুয়া ফরেন গ্র্যাজুয়েট মেডিক্যাল এক্সামিনেশনও পাশ করেছেন।
এদিনে এনএমসির দাবি, তাঁরা ১.৫ বছর প্র্য়াকটিকাল করেননি। তাঁরা ডাক্তার হলে রোগীর প্রাণ নিয়ে টানাটানি হতে পারে।তাদের বিদেশ থেকে প্র্যাকটিকাল শেষ করে আসা দরকার। অ্য়াডিশনাল সলিসিটর জেনারেলও জানিয়েছেন,মেডিক্যাল প্র্যাক্টিশের ক্ষেত্রে প্র্য়াকটিক্যাল ট্রেনিংটা খুব দরকার।