দিল্লি মিউনিসিপ্যাল ইলেকশনে জয়ী হয়েছে আম আদমি পার্টি। আপের কাছে পরাজিত হয়েছে গেরুয়া শিবির। আর দল পরাজিত হতেই দিল্লি বিজেপির সুপ্রিমো আদেশ গুপ্তা পদত্যাগ করলেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে দল। দল সূত্রে খবর, বিজেপির একেবারে সর্বোচ্চ মহল থেকে এনিয়ে নির্দেশ জারি করা হয়েছিল। তারপরই তিনি পদত্যাগ করেন। খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই তিনি পদত্যাগ করেন বলে খবর। আদেশ গুপ্তার জায়গায় বীরেন্দ্র সচদেবাকে ওই পদে বসানো হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজেপির কার্যত ১৫ বছরের শাসনকালে ইতি টেনেছে আপ। আর তারই মাসুল গুনতে হল আদেশ গুপ্তাকে। বার বার তিনি আপের বিরুদ্ধে বাকযুদ্ধে নেমেছিলেন। সেই আদেশের উপরই কোপ পড়ল এবার।
কঠিন লড়াইয়ের মাধ্যমে বিজেপির থেকে পুরসভা ছিনিয়ে এনেছে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি। এবার বিজেপির তাবড় নেতৃত্ব পুরসভায় ক্ষমতা ধরে রাখতে একেবারে মাটি কামড়ে লড়াই চালিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। পরাজিত হয়েছে বিজেপি। মর্যাদার লড়াইতে আপের কাছে হার স্বীকার করে নিয়েছে গেরুয়া শিবির।
শনিবার নব নির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে আলোচনায় বসেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দেন, ৭জন মুখ্যমন্ত্রী, ১৭জন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই এসেছিলেন প্রচারে। তিনি বলেন, রোজ ৮.৩০-৯টা নাগাদ একটা করে ভুয়ো ভিডিয়ো সামনে আনা হত। এরপর দিনরাত সেটা চলত চ্যানেলে। কিন্তু আমরা ইতিবাচক প্রচারে বিশ্বাসী।তবে বিজেপি এমন লড়াই এর আগে কারোর সঙ্গে লড়েনি।
তিনি বলেন, কিছু মানুষ বলছেন সহজেই জিতে গিয়েছি। এটা নয়। এটা ছিল কঠিন লড়াই। তবে ভোটের ফলাফল বের হতেই দুই দলই দল ভাঙানোর অভিযোগ তুলে সরব হয়েছে। পরবর্তী সময়ে আদৌ সেই পরিস্থিতি কার্যকরী হয় কি না সেটাই এখন দেখার।