ম্যাকডোনাল্ডস-এর খাবার অতিরিক্ত গরম ছিল। চিকেন নাগেট খেতে গিয়ে বড়সড় ফোসকা পড়ে গিয়েছে ৪ বছরের শিশুর। আর সেই কারণেই ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে ১৫,০০০ মার্কিন ডলারের মামলা দায়ের করলেন মা-বাবা। আরও পড়ুন: Viral video of Rats entering Pants: রেস্তোরাঁয় শিশুর প্যান্টে ঢুকে কামড় বিশালাকার ইঁদুরের, ভাইরাল হাড়হিম ভিডিয়ো
ফিলানা হোমস এবং হাম্বারতো কারাবালো এস্তেভেজ নামের ওই দম্পতি ফ্লোরিডার ব্রওয়ার্ড কাউন্টিতে বাস করেন। ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা ও প্রশিক্ষণেরর অভাবের অভিযোগ করেছেন তিনি। আউটলেটের অপারেটর আপচার্চ ফুডসের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
আদালতের ফিলানা হোমস দাবি করেছেন, ২০১৯ সালে তিনি তাঁর মেয়ের জন্য ট্যামারাক ম্যাকডোনাল্ডের ড্রাইভ-থ্রু থেকে একটি 'চিকেন ম্যাকনাগেট হ্যাপি মিল' কিনেছিলেন। তারপরেই এই ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, মেয়েকে খাবার দেন। তার সঙ্গে সঙ্গেই তাঁর মেয়ে চেঁচিয়ে ওঠে।
মামলায় তিনি দাবি করেছেন, 'চিকেন ম্যাকনাগেট' খাওয়ার সময়ে তাঁর মেয়ের কোলে একটি নাগেট পড়ে যায়। তার উরু এবং সিটবেল্টের মধ্যে প্রায় দুই মিনিটের জন্য আটকে ছিল।
তিনি মামলায় দাবি করেছেন, হ্যাপি মিলের মধ্যে থাকা চিকেন ম্যাকনাগেটগুলি অতিরিক্ত এবং বিপজ্জনকভাবে গরম ছিল। আমার শিশুর উরুর চারপাশের চামড়া এবং মাংস পুড়ে গিয়েছিল।'
সোমবার আদালতে আইনজীবীরা বলেন, চিকেন নাগেটটি সেই সময়ে প্রায় ২০০ ডিগ্রি ফারেনহাইট (৯৩.৩ ডিগ্রি সেলসিয়াস) গরম ছিল। এই গরমের ফলে মেয়ের উরুতে বিকৃত ক্ষত হয়েছিল।
ম্যাকডোনাল্ডসের লিগাল টিম সোমবার একটি বিবৃতি জারি করেছে। তারা জানিয়েছে, এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখা হচ্ছে।
'বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হচ্ছে। খাদ্য নিরাপত্তা এবং গুণমানের জন্য উন্নত গুণমান নিশ্চিত করতে চাই আমরা। আর সেই কারণে আমরা রান্না ও খাবার পরিবেশনের সময়ে কঠোর পরিচ্ছন্নতা নীতি এবং পদ্ধতি অনুসরণ করি। এই নীতি এবং পদ্ধতি এক্ষেত্রে অনুসরণ করা হয়েছিল। ফলে আমরা অভিযোগকারীকে সম্মান জানিয়েই জানাই, আমরা তাঁর দাবির সঙ্গে একমত নই,' বিবৃতিতে জানিয়েছে ম্যাকডোনাল্ড।
অনেকে এর সঙ্গে নব্বইয়ের দশকের মার্কিন সিটকম Seinfeld-এর একটি পর্বের তুলনা করছেন। তাতে দেখানো হয়েছিল, কফি পুড়ে গা পুড়ে গিয়েছে এক ব্যক্তির। আর কফি বেশি গরম হওয়ায় তিনি রেস্তোরাঁর বিরুদ্ধে মোটা টাকার মামলা করেন। আরও পড়ুন: কোল্ড ড্রিংকে ভাসছে টিকটিকি! বন্ধ জনপ্রিয় ফাস্টফুড রেস্তোরাঁ
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup