বাংলাদেশে চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির পর কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখায় হিন্দু সংগঠন। তারপরই হাইকমিশনের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কার্যত পরামর্শের সুরে ভারতকে পদক্ষেপের আহ্বান জানায় বাংলাদেশ। ঢাকার সেই পরামর্শের সুরকে ইপেক্ষা করে ভারত সাফ জানিয়ে দিল, চিন্ময়কৃষ্ণ যেন যথাযথ আইনি অধিকার ও সহায়তা পান বাংলাদেশে তাঁর বিরুদ্ধে চলা মামলায়।
শুক্রবার, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন,' ভারত ধারাবাহিকভাবে এবং জোরালোভাবে বাংলাদেশ সরকারের কাছে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর থ্রেট এবং তাঁদের টার্গেট করে হামলা নিয়ে সরব।' সাফ বার্তায় দিল্লি অবস্থান জানান দিয়ে বলছে, ‘এই বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট – অন্তর্বর্তী সরকারকে (বাংলাদেশের) অবশ্যই সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব পালন করতে হবে।’ ভারত বলছে, বাংলাদেশে ‘আমরা চরমপন্থী বক্তৃতা, হিংসা এবং উস্কানির ঘটনা বৃদ্ধির জন্য উদ্বিগ্ন।’ ভারতের বিদেশমন্ত্রকের সোজাসুজি বার্তা,' এই সব ঘটনাকে মিডিয়ার অতিরঞ্জিত ঘটনা বলে উড়িয়ে দেওয়া যাবে না। আমরা আবারও বাংলাদেশকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।' এক্ষেত্রে নাম না করে ইউনুস ও বাংলাদেশের বেশ কিছু নেতাকে টার্গেট করেন জয়সোয়াল। সদ্য ইউনুস সরকার জাবি করে যে, হিন্দুদের উপর চরমপন্থীদের হামলা নিয়ে মিডিয়ায় যা বলা হচ্ছে তা অতিরঞ্জিত করে বলা হচ্ছে।
( ট্রাম্পের দেশে চন্দননগরের জয়ন্ত হচ্ছেন NIHর পরবর্তী ডিরেক্টর, কেমন মানুষ তিনি? বলছেন পরিজনরা)
এরপরই রণধীর জয়সোয়ালের কাছে আসে হিন্দু সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের প্রসঙ্গ। উল্লেখ্য, এই হিন্দু সন্ন্যাসীকে সদ্য দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন,' যতদূর শ্রী চিন্ময় দাসকে গ্রেফতারি ঘিরে প্রশ্ন... তিনি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং আমরা আশা করি যে এই প্রক্রিয়াগুলি সুষ্ঠু, ন্যায্য এবং স্বচ্ছভাবে এগিয়ে যাবে। এছাড়াও তিনি ও সংশ্লিষ্ট সকলের আইনি অধিকারের পূর্ণ সম্মান নিশ্চিত করা হবে বলে আশা।'
দিল্লি কার্যত সাফ বার্তায় বলে দিয়েছে, ভারত আশা করছে, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ সমস্ত রকমের আইনি সহায়তা পাবেন। রণধীর জয়সোয়াল ইসকন নিয়ে বলেছেন,' আমরা ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস) কে একটি বিশ্বব্যাপী সু-সম্মানিত সংস্থা হিসাবে দেখি যার একটি শক্তিশালী সামাজিক সেবার রেকর্ড রয়েছে।' উল্লেখ্য, চিন্ময়কৃষ্ণের গ্রেফতারিতে বারবার বাংলাদেশের ইসকনের প্রসঙ্গ উঠে আসছে। ঢাকাকে এদিন, দিল্লি সাফ বার্তা দিয়ে বলেছে,' তাদের অবশ্যই সংখ্যালঘুদের সুরক্ষা এবং তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব নিতে হবে, তাদের সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।'