বাংলা নিউজ > ঘরে বাইরে > Medical: ইউক্রেন থেকে ফেরা ডাক্তারি পডুয়াদের জন্য চার প্রস্তাব সরকারের

Medical: ইউক্রেন থেকে ফেরা ডাক্তারি পডুয়াদের জন্য চার প্রস্তাব সরকারের

ইউক্রেন থেকে ফিরে এসেছিলেন ভারতীয় পড়ুয়ারা প্রতীকী ছবি (PTI Photo) (PTI)

রাশিয়া -ইউক্রেন যুদ্ধের জেরে দলে দলে মেডিক্যাল পড়ুয়ারা ইউক্রেন ছেড়ে ভারতে চলে আসেন। তারা সকলেই ভারতীয়। মেডিক্যাল পড়ার জন্য় তারা ইউক্রেনে গিয়েছিলেন। কিন্তু মাঝপথেই তারা ফিরে চলে আসেন। কিন্তু এখানে ফিরে আসার পরেও তারা এখানকার মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পাননি।

যুদ্ধকালীন পরিস্থিতির জেরে ইউক্রেন থেকে যে ভারতীয় ডাক্তারি পড়ুয়ারা ফিরে এসেছিলেন তা নিয়ে এবার বড় পদক্ষেপ নেওয়ার দিকে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার।কেন্দ্রীয় সরকার এনিয়ে নির্দিষ্ট কয়েকটি পয়েন্ট সুপ্রিম কোর্টকে জানিয়েছে।

১) যে মেডিক্যাল কলেজগুলি রয়েছে সেখানে নাম নথিভুক্তি না করেই ইউক্রেন থেকে ফিরে আসা মেডিক্যাল পড়ুয়াদের এমবিবিএসের পার্ট ১ ও পার্ট ২ পরীক্ষা পাস করার শেষ সুযোগ দেওয়া হবে।

২) থিয়োরি পরীক্ষাটি ভারতী এমবিবিএস সিলেবাসের মতো হবে। কিছু নির্দিষ্ট সরকারি কলেজে প্র্যাকটিকাল পরীক্ষা হবে।

৩)পরীক্ষার পরে ২ বছরের বাধ্যতামূলক রোটেটরি ইন্টার্নশিপ (Rotatory Internship) করতেই হবে।

৪) এটি একেবারে একবারের জন্যই এই সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

এদিকে এর আগে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল ইউক্রেন থেকে ফিরে আসা ভারতীয় মেডিক্যাল পড়ুয়াদের ভারতের মেডিক্য়াল কলেজে ভর্তির কোনও ব্যবস্থা করা যাবে না। কারণ ন্যাশানাল মেডিক্যাল কমিশন অ্যাক্টে তেমন কোনও ব্যবস্থা নেই। এই ধরনের নিয়মে শিথিলতা আনতে তাতে আগামীদিনের মেডিক্যাল পড়াশোনায় বড় গলদ থেকে যাবে।

এদিকে রাশিয়া -ইউক্রেন যুদ্ধের জেরে দলে দলে মেডিক্যাল পড়ুয়ারা ইউক্রেন ছেড়ে ভারতে চলে আসেন। তারা সকলেই ভারতীয়। মেডিক্যাল পড়ার জন্য় তারা ইউক্রেনে গিয়েছিলেন। কিন্তু মাঝপথেই তারা ফিরে চলে আসেন। কিন্তু এখানে ফিরে আসার পরেও তারা এখানকার মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পাননি। মারাত্মক সমস্যায় পড়ে গিয়েছেন তারা। তাদের ভবিষ্যতে কার্যত ঘন অন্ধকার। কী করবেন বুঝতে পারছেন না তারা। কোনওরকমে প্রাণ হাতে করে তারা দেশে ফিরে আসেন। তবে এবার এনিয়ে সুপ্রিম কোর্টের কাছে নির্দিষ্ট কয়েকটি প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেবলমাত্র একবারই তাদের এই সুযোগ দেওয়া হবে বলেও জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

এদিকে এর আগে ইউক্রেন থেকে ফিরে আসা ভারতীয় মেডিক্যাল পড়ুয়াদের অনেকেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাদের তরফ থেকে দাবি করা হয়েছিল ইউক্রেন সরকারের সঙ্গেও যোগাযোগ করতে পারে ভারত সরকার। কারণ প্রয়োজনীয় নথি দেওয়ার জন্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ওই ইনস্টিটিউটগুলি পুরো ফিজ চাইছে।

এদিকে সেখান থেকে পাওয়া ডিগ্রি আদৌ এদেশে গ্রাহ্য হবে কি না সেটাও তারা বুঝতে পারছেন না। আবার ইউক্রেনের একাধিক বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাসও শুরু করেছিল। কিন্তু সেভাবে পাস করে কি আদৌ তা মান্যতা পাবে ভারতে। কার্যত অথৈ জলে পড়ে যান পড়ুয়ারা।

 

বন্ধ করুন