বাংলা নিউজ > ঘরে বাইরে > ডাক্তারি পড়ছেন বিদেশে, মহারাষ্ট্রের পঞ্চায়েত ভোটে জিতলেন ওই তরুণী, এবার কী হবে?

ডাক্তারি পড়ছেন বিদেশে, মহারাষ্ট্রের পঞ্চায়েত ভোটে জিতলেন ওই তরুণী, এবার কী হবে?

জিতে গেলেন যশোধারা শিন্ডে। সংগৃহীত ছবি

ওই তরুণী জানিয়েছেন, জর্জিয়ায় নিউ ভিশন ইউনিভার্সিটিতে আমি এমবিবিএস করছি। আমি এখন ফোর্থ ইয়ারে পড়ছি। এখনও দেড় বছর কোর্সের বাকি রয়েছে।

ডাক্তারি পড়ছেন বিদেশের বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে কিছুদিনের জন্য় ফিরে মহারাষ্ট্রের গ্রামে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন এক তরুণী। এদিকে ভোটে জিতেও গিয়েছেন তিনি। এবার কী করবেন?

মহারাষ্ট্রের পঞ্চায়েত ভোট। আর সেই ভোটে প্রধানপদে লড়ার জন্য় একেবারে জর্জিয়া থেকে নিজের গ্রামে চলে এসেছিলেন যশোধারা শিন্ডে। ২১ বছর বয়সী ওই তরুণী বিদেশে মেডিক্য়াল কোর্স করছেন। সেখান থেকে ফিরে এসেছেন তিনি। এরপর মহারাষ্ট্রের সরপঞ্চ ভোটে তিনি প্রার্থী হিসাবে দাঁড়িয়েও পড়েছিলেন। আর সেই ভোটে জয়ীও হয়েছেন তিনি। কিন্তু এবার কী করবেন তিনি। তবে কি সব ছেড়েছুড়ে বিদেশে চলে যাবেন?

সূত্রের খবর, তিনি আপাতত সিদ্ধান্ত নিয়েছেন, সংলি জেলায় মিরাজ তেহশিলে ভাদ্দি গ্রামেই তিনি থেকে যেতে চান। আর অনলাইনে তিনি তাঁর মেডিক্যাল কোর্স শেষ করতে চান।

সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন, আমি চাই মেয়েরা যাতে স্বনির্ভর হতে পারেন। তাঁদের জন্য় ই লার্নিং শুরু করতে চাই। ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা উপকরণ চালু করতে চাই। শিশুরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেব্যাপারে চেষ্টা চালিয়ে যাব। কৃষকদের উন্নতিতে কাজ করে যেতে চাই।

তিনি জানিয়েছেন, জর্জিয়ায় নিউ ভিশন ইউনিভার্সিটিতে আমি এমবিবিএস করছি। আমি এখন ফোর্থ ইয়ারে পড়ছি। এখনও দেড় বছর কোর্সের বাকি রয়েছে।

ওই তরুণী জানিয়েছেন, ভোট ঘোষণা হওয়ার পরে স্থানীয় বাসিন্দারা চাইছিলেন আমাদের পরিবারের কেউ যেন প্রধান পদের জন্য় ভোটে দাঁড়ান। এরপর আমাকে ওই পদে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো বাড়ি থেকে আমাকে বিষয়টি জানানো হয়। সেই খবর পেয়েই আমি চলে আসি। এরপর জিতেও গেলাম।

এদিকে মহারাষ্ট্রের ৭৬৮২ পঞ্চায়েতে গত ১৮ ডিসেম্বর ভোট হয়েছিল। এদিন তার রেজাল্ট বের হয়।

 

বন্ধ করুন