লাগাতার তিন ধরে উত্তর প্রদেশের মিরাটে ব্যাপক বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টির জেরে সেখানে একটি বাড়ি ধসে গিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্টের দাবি, টানা ১৫ ঘণ্টা ধরে উদ্ধার কাজের অপারেশন চলার পর জানা গিয়েছে, বাড়ি ধসের ফলে যে ১৪ জনের দেহ উদ্ধার হয়েছে, তাঁদের মধ্যে ৯ জন মৃত। এছাড়াও আহতের সংখ্যা ৫। মৃতের মধ্যে এক ৫০ বছরের ব্যক্তিও রয়েছেন বলে খবর।
এদিকে, বৃষ্টির মধ্যে ক্রমাগত এই উদ্ধার কাজ চলেছে। জানা যাচ্ছে, এখনও একজনের ওই ধ্বংসাবশেষের মধ্যে আটকে থাকার সম্ভাবনা রয়েছে। এই আশঙ্কা ক্রমাগত বাড়ছে। এদিকে, উদ্ধার অভিযান অব্যাহত ছিল টানা বহু ঘণ্টা ধরে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) এর দলগুলি ঘটনাস্থলে উপস্থিত ছিল। জেলা প্রশাসন এক বিবৃতিতে বলেছে যে যারা মারা গিয়েছেন তাঁদের মধ্যে সিমরা সহ পাঁচজন নাবালিকা রয়েছে, যার বয়স দেড় বছর ছিল, এছাড়াও মৃত্যু হয়েছে আলিয়া (৬), রিজা (৭), সাকিব (১১) এবং সানিয়া (১৫)। নিহতদের মধ্যে সাজিদ (৪০), নাফো (৬৩), ফারহানা (২০) এবং আলিসা (১৮)র।
( Kunal Ghosh on Durga Puja: কুমোরটুলিতে কুণাল! পোস্টে, ‘ন্যায় বিচার হোক, সঙ্গে পুজোও হোক’র ডাক)
মিরাটের জাকির কলোনিতে শনিবার বিকেলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। বিকাল ৫.১৫ টার দিকে ঘটনাটি ঘটে এবং জরুরি পরিষেবাগুলিকে খবর দেওয়া হয়। যে বাড়িতে এই ঘটনা ঘটেছে, তার মালিকের নাম নাফো আলাউদ্দিন, যিনি চত্বর থেকে একটি ডেয়ারি পরিচালনা করতেন। জেলা ম্যাজিস্ট্রেট দীপক মীনার মতে, আরও তিন ব্যক্তিকে এখনও খুঁজে বের করার চেষ্টা চলছে। ধসের পর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংশ্লিষ্ট অফিসারদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর এবং ত্রাণ তৎপরতা ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।