বাংলা নিউজ > ঘরে বাইরে > সামলান একাধিক সংস্থা, রুশ সুন্দরীকে 'ডেট', ললিত মোদীর ছেলে জীবনও কম রঙিন নয়

সামলান একাধিক সংস্থা, রুশ সুন্দরীকে 'ডেট', ললিত মোদীর ছেলে জীবনও কম রঙিন নয়

ছবি: ইনস্টাগ্রাম (Instagram)

২৮ বছর বয়স। সাদামাঠা চেহারা। কিছুটা যেন হিপি, বোহেমিয়ান লুক। এই আপাত সাধারণ রুচিরই মোদী পরিবারের প্রদীপের সলতে। কোটি কোটি টাকার উত্তরাধিকারী হতে চলেছেন। বাবার মতোই ক্রিকেটে আগ্রহ তাঁর। আবার তাঁর মতো বিলাসবহুল জীবনযাত্রাতেও মিল আছে। ইনস্টাগ্রামে প্রায়শই নিজের শৌখিন জীবনযাত্রার ছবি শেয়ার করেন।

সাধারণ মধ্যবিত্ত পরিবারেই, কয়েক লাখ টাকার সম্মতি নিয়ে ঝামেলা হয়। আর সেখানে কোটি কোটি টাকার ব্যাপার হলে একটু তো বিরোধ হবেই। বিশেষত তা যদি ললিত মোদীর মতো বিতর্কিত ধনকুবেরের সম্পত্তি হয়। 

বেশ কিছু বছর ধরেই দেশছাড়া প্রাক্তন আইপিএল চেয়ারম্যান। কেকে মোদী ফ্যামিলি ট্রাস্টের দৌলতে অঢেল টাকা তাঁর। রয়েছে দুর্নীতির অভিযোগও। তবে এই বিপুল ফ্যামিলি ট্রাস্টের উত্তরাধিকার নিয়েই চলছে অন্তর্কলহ। মা বীণা মোদী এবং বোন চারু মোদীর সঙ্গে সম্পত্তির দাবিতে আইনি লড়াইয়ে জড়িয়েছেন ললিত। সংবাদসংস্থা পিটিআই-কে এমনটা জানিয়েছেন তিনি। 

এদিকে এই শত ঝামেলার মধ্যেই হঠাত্ নিজের ছেলে রুপির মোদীকে সম্পত্তির উত্তরাধিকারী বলে জানিয়ে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, মোদী পরিবারের এই শাখার 'কর্তা' হবেন রুচির। আরও পড়ুন: করোনায় অক্সিজেন সাপোর্টে ললিত, কমেন্ট করলেন চর্চিত ‘প্রাক্তন প্রেমিকা’ সুস্মিতার ভাই

কে এই রুচির মোদী?

২৮ বছর বয়স। সাদামাঠা চেহারা। কিছুটা যেন হিপি, বোহেমিয়ান লুক। এই আপাত সাধারণ রুচিরই মোদী পরিবারের প্রদীপের সলতে। কোটি-কোটি টাকার উত্তরাধিকারী হতে চলেছেন। ইতিমধ্যেই কয়েকটি ব্যবসাও রয়েছে রুচিরের। মোদী এন্টারপ্রাইজেসের ডিরেক্টর তিনি। এর পাশাপাশি গডফ্রে ফিলিপস ইন্ডিয়া, মোদীকেয়ার, কেকে মোদী গ্রুপেরও ডিরেক্টর। মোদী ভেঞ্চার্স নামে তাঁর নিজের একটি সংস্থাও রয়েছে। এর অধীনে বিদেশে বড় বড় দোকান এবং কালার বার কসমেটিক্স বলে একটি ব্র্যান্ড চালান।

ব্রিটেন থেকে বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন রুচির। বাবার মতোই ক্রিকেটে আগ্রহ তাঁর। রাজস্থানের আলওয়ার জেলা ক্রিকেট সংগঠনের সভাপতি তিনি।

বাবা ললিতের মতো বিলাসবহুল জীবনের দিক দিয়েও মিল আছে তাঁর। ইনস্টাগ্রামে প্রায়শই নিজের শৌখিন জীবনযাত্রার ছবি শেয়ার করেন। কখনও দেখা যায় মোনাকোর চোখ-জুড়ানো সমুদ্র সৈকতে বান্ধবীর সঙ্গে রোদ পোহাচ্ছেন। কখনও বা ইবিজায় পার্টি করছেন। কখনও কোনও বড় শহরের রাস্তায় স্পোর্টসকার চালাচ্ছেন। আবার কখনও মেক্সিকোর নীল সমুদ্রে ইয়ট ভাড়া করে বেরিয়ে পড়েছেন। কে বলবে যে এনার বাবাই বিশাল আর্থিক প্রতারণার মামলাই অভিযুক্ত হয়ে দেশছাড়া! আরও পড়ুন: ‘পিঁপড়ের মতো পিষে…’ পলাতক বলায় প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগিকে হুমকি ললিত মোদীর

মাঝে মাঝে বন্ধুবান্ধব-সহ চ্যাটার্ড বিমানে উড়ে যান রাশিয়াতেও। সঙ্গে থাকেন অ্যানাস্তাশিয়া ফুকস নামের এক সুন্দরী রুশ রমণীও। সূত্রের খবর, অ্যানাস্তাশিয়া ও রুচির ডেট করছেন। তাঁর পরিবারও অত্যন্ত ধনী। রাশিয়ায় রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে অ্যানাস্তাশিয়ার পরিবার জড়িত।

পরবর্তী খবর

Latest News

‘বয়স হয়েছে তো, সিলেকটিভ ডিমেনশিয়া হয়েছে’!ঋতুপর্ণার ‘কে ও’ প্রশ্নে জবাব শ্রীলেখার রঞ্জি ট্রফির জন্য দল ঘোষণা বাংলার, নেই শামি-ইশান; অধিনায়ক অভিজ্ঞ অনুষ্টুপই রঞ্জি ট্রফির পর ইরানি কাপ! রেস্ট অফ ইন্ডিয়াকে হারাল মুম্বই!নজরকাড়া শতরান তনুষের পুজোর মধ্যেই ব্যবসায় মন্দা, কী বলছে সাপ্তাহিক রাশিফল দেখে নিন এক ঝলকে সঞ্জু কি ওপেন করবেন? অভিষেক করবেন ২ খেলোয়াড়! কেমন হবে ভারতের প্লেয়িং ইলেভেন? মেট্রো চ্যানেলে অবস্থান-অনশনের অনুমতি দিল না পুলিশ, 'লাথি' কাণ্ডে চাইল না ক্ষমাও হিন্ডেনবার্গের রিপোর্টের জের, সেবি প্রধান মাধবীকে তলব পাবলিক অ্যাকাউন্টস কমিটির নিয়া শর্মা থেকে ধীরাজ, এবার ‘বিগ বস ১৮’-এ প্রতিযোগী কারা? তালিকায় রয়েছে বড় চমক প্লিমারকে আউটের পর অভিনব সেলিব্রেশন! নজর কাড়ল আর্সেনাল ফ্যান শোভানার সেলিব্রেশন PM ইন্টার্নশিপের রেজিস্ট্রেশন চালু করছে সরকার, মিলবে ৬৬০০০, কীভাবে করবেন আবেদন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.