প্রথমে মমতার সঙ্গে বৈঠক। তারপর শাহের সঙ্গে। আর এবার মোদীর সঙ্গে বৈঠকে বসলেন অনন্ত মহারাজ।
1/4১৯শে জুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় কোচবিহার সফরে গিয়ে চলে গিয়েছিলেন রাজ্যসভার সাংসদ অনন্ত রায়ের বাড়িতে। এদিকে অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করেছে বিজেপি। সেই সাংসদ তথা গ্রেটার নেতা অনন্ত মহারাজের বাড়িতে মমতার আগমনকে ঘিরে কিছুটা অবাকই হয়ে গিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। অনন্ত রায়ের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল।
2/4তারপরই কিছুদিন পরে দেখা যায় অমিত শাহের দরবারে বসে রয়েছেন অনন্ত মহারাজ। আর এবার সেই অনন্ত মহারাজকে দেখা গেল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে। সংগৃহীত ছবি ফেসবুক
3/4মাথায় পাগড়ি। মোদীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে অনন্ত মহারাজ। তবে কী নিয়ে তাঁদের মধ্য়ে আলোচনা হল তা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। সংগৃহীত ছবি ফেসবুক
4/4অতীতে বার বারই পৃথক রাজ্যের দাবিতে সরব হয়েছিলেন অনন্ত মহারাজ। লোকসভা ভোটের আগে সেই অনন্ত মহারাজকে রাজ্যসভার টিকিট দিয়েছিল বিজেপি। কিন্তু এবার লোকসভা ভোটের প্রচারে বিজেপিকে তিনি কতটা সঙ্গ দিয়েছিলেন তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মূলত রাজবংশী ভোট যাতে হাতছাড়া না হয় সেকারণেই অনন্ত মহারাজকে তুষ্ট করার চেষ্টা করে বিজেপি। কিন্তু অনন্ত মহারাজের নিজের কখন কী অবস্থান নেন তা নিয়ে মহা সংশয়ে বিজেপি নেতৃত্ব। আর মোদীর সঙ্গে সাক্ষাৎকার নিয়ে অনন্ত মহারাজের দাবি, দুজনের মধ্য়ে কিছু বিষয় নিয়ে কথা হয়েছে। তা তিনি প্রকাশ্যে বলতে রাজি নন।(PTI Photo/Shahbaz Khan)