প্রিয়াঙ্কা দেব বর্মন
ত্রিপুরার শাসকদল বিজেপির অন্যতম সহযোগী তিপ্রা মোথা। তারই প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মা জানিয়েছেন, ২০ সেপ্টেম্বর দিল্লিতে যে মিটিং হবে সেখানে তাঁদের তরফে দু সদস্যের টিম যাবে। টিপরাসা ত্রিপাক্ষিক চুক্তি লাগু করা নিয়ে কথা হবে। ৬ মাস আগে সেই চুক্তিতে সই করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, ৪ মার্চ আমরা তিপরাসা চুক্তিতে সই করেছি। এরপর লোকসভা ভোট ও সেই সম্পর্কিত নির্বাচনী আচরণবিধি ছিল। ৪ জুন লোকসভা ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এরপর এনএলএফটি, এটিটিএফ শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে আমি শুনেছি আমাদের চুক্তিতে সই করার পরে তা প্রয়োগের জন্য কোনও রাস্তা তৈরি করা হয়নি। গত কয়েকদিন ধরে আমি অপেক্ষা করছি। ত্রিপুরা সরকারের কাছ থেকে আমি চিঠি পেয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও চিঠি দিয়েছে। একটা যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরির ব্যাপারে নোটিফিকেশন হয়েছে।
তিনি জানিয়েছেন ওই গ্রুপের প্রথম মিটিং হবে ২০ সেপ্টেম্বর দিল্লিতে। আমরা তার জন্য অপেক্ষা করছি। আমরা দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে রাজনৈতিক অর্থনৈতিক, সাংবিধানিক অধিকার , বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে।