বাংলা নিউজ > ঘরে বাইরে > Meghalaya-Nagaland Election: রেকর্ড ভোট, এক্সিট পোলে হাসছে BJP, কী হাল তৃণমূলের?

Meghalaya-Nagaland Election: রেকর্ড ভোট, এক্সিট পোলে হাসছে BJP, কী হাল তৃণমূলের?

মেঘালয়ে উৎসবের মেজাজে ভোট। (ANI Photo) (Rupjyoti Sarmah )

উত্তর পূর্বের দুই রাজ্যে ভোট। কিছু বিক্ষিপ্ত ঘটনা দিনভর। তবে মোটের উপর ভোট পড়়েছে ভালোই। ফলাফল কী হতে পারে? 

উৎপল পরাশর, অ্যালিস ইয়াসু

উত্তরপূর্বের দুই রাজ্য়ে একেবারে উৎসবের মেজাজে ভোট। আর তার সঙ্গেই রেকর্ড ভোট পড়েছে উত্তর পূর্বের দুই রাজ্যে মেঘালয় ও নাগাল্যান্ডে। ৬০ আসনের মধ্যে ৫৯ আসনে ভোট হয়েছে। মেঘালয়ের একটি আসনে একজন প্রার্থীর মৃত্যুর জেরে ওই আসনে ভোট হয়নি। নাগাল্যান্ডে একটি আসনে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। 

আগামী ২ মার্চ ভোটের ফলাফল ঘোষণা করা হবে। এদিকে এক্সিট পোলের হিসাবে বিজেপির পালেই হাওয়া। ত্রিপুরায় এক্সিট ভোটের হিসাব বলছে বিজেপি ও আইপিএফটি ক্ষমতায় আসতে পারে। নাগাল্যান্ডে এনডিপিপি ও বিজেপি ক্ষমতায় ফিরতে পারে। অন্য়দিকে মেঘালয়ে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। 

জি নিউজ ম্যাট্রিজ এক্সিট পোলের হিসাবে মেঘালয়ে এনপিপি পেতে পারে ২১-২৬টা আসন, ৬-১১টি আসন পেতে পারে বিজেপি, ৮-১৩টি আসন পেতে পারে তৃণমূল, ৩-৬টি আসন পেতে পারে কংগ্রেস। ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষায়  এনপিপি ১৮-২৪টি আসন, বিজেপি ৪-৮টি আসন, তৃণমূল ৫-৯টি ও কংগ্রেস ৬-১২টি আসন পেতে পারে। টাইমস নাও-ইটিজি সমীক্ষা বলছে এনপিপি ১৮-২৬, বিজেপি ৩-৬, কংগ্রেস ২-৫, তৃণমূল ৮-১৪টি আসন পেতে পারে।

ত্রিপুরায় টাইমস নাও-ইটিজির সমীক্ষা বলছে বিজেপি ২১-২৭টি আসন, কংগ্রেস বাম জোট ১৮-২৪ আসন, ১৭টি পেতে পারে তিপরামোথা। জি নজি নিউজ ম্যাট্রিজ এক্সিট পোলের হিসাবে বিজেপি-আইপিএফটি ২৯-৩৬টি আসন, বাম-কং জোট ১৩-২১ টি আসন, তিপরা মোথা ১১-১৬টি আসন। ইন্ডিয়া টুডে এক্সিস মাই ইন্ডিয়া পোল জানিয়েছে বিজেপি আইপিএফটি ৩৬-৪৫টি আসন, বাম-কংগ্রেস জোট ৬-১১টি আসন ও তিপরা মোথা পেতে পারে ৯-১৬টি আসন।

নাগাল্যান্ডে টাইমস নাও-ইটিজি পোল এনডিপিপি-বিজেপি জোট পেতে পারে ৩৯-৪৯টি আসন, এনপিএফ ৪-৮টা আসন, এলজেপি ২-৫টি আসন পেতে পারে। ইন্ডিয়া টুডে এক্সি মাই ইন্ডিয়া পোলের মতে এনডিপিপ-বিজেপি জোট ৩৮-৪৮টি আসন পেতে পারে। এনপিএফ ৩-৮টি আসন, কংগ্রেস ১-২ টি আসন। জি নিউজ ম্যাট্রিজ এক্সিট পোলের হিসাবে এনডিপি-বিজেপি জোট পেতে পারে ৩৫-৪৫টি আসন, এনপিএফ ২-৫টি আসন কংগ্রেস ১-৩টি আসন।

নাগাল্যান্ডে ভোট পড়েছে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮৪.৬৯ শতাংশ। ওখাতে কিছু বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে বলে খবর। গুলি চালানোর ঘটনাও হয়েছে বলে অভিযোগ। মন জেলায় সুরক্ষা বাহিনীকে নিশানা করে পাথর বৃষ্টি হয়।

 মেঘালয়ে বিকাল ৫টা পর্যন্ত ৭৪.৩২ শতাংশ ভোট পড়েছে। ২০১৮ সালে এখানে ভোট পড়েছিল ৮৭.৭ শতাংশ। মেঘালয়ের বিদায়ী মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাদের পার্টির প্রতি ইতিবাচক সাড়া পড়েছে।

বন্ধ করুন