হঠাত্ বিচ্ছেদের সিদ্ধান্ত জানিয়েছিলেন তাঁরা। বিল ও মেলিন্ডা গেটস ইতিমধ্যেই বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।
বিচ্ছেদের পরেই বিল গেটসের সংস্থা ক্যাসকেড ইভেস্টমেন্ট তাদের প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের শেয়ার মেলিন্ডা গেটসের দুটি সংস্থায় বিনিয়োগ করল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৪ হাজার কোটি টাকারও বেশি।
গত সোমবার বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন বিল ও মেলিন্ডা গেটস। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা ও তাঁর স্ত্রী জানান, বিচ্ছেদের পরেও তাঁরা একসঙ্গে তাঁদের সমাজসেবার কাজ চালু রাখবেন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা।
দুজনেই টুইটের মাধ্যমে এই ঘোষণা করেন। তিন সন্তান তাঁদের। তাঁরা জানান, জীবনের নতুন এই অধ্যায়ে পরিবারের জন্য প্রাইভেসি কামনা করেন তাঁরা।
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস ও মেলিন্ডা ১৯৯৪ সালে হাওয়াইতে বিয়ে করেন।
বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের বিভিন্ন দেশে সমাজসেবামূলক কাজ করেন বিল ও মেলিন্ডা। বিচ্ছেদের পরেও সেই কাজে কোনও বাধা সৃষ্টি হবে না বলে আশ্বাস দিয়েছেন তাঁরা।