দলাই লামার ঘনিষ্ঠদের ফোনেও নজরদারি চলত পেগাসাসের মাধ্যমে। এমনকী সেন্ট্রাল টিবেতিয়ান প্রশাসনের প্রধান পেনপা শিরিংয়কেও টার্গেট নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার মিডিয়া রিপোর্টে একথা সামনে এসেছে। প্রসঙ্গত ৮৬ বছর বয়সী তিব্বতের আধ্যাত্মিক নেতা ফোন ব্যবহার করেন না। তবে তাঁর ঘনিষ্ঠজনেরা সম্ভাব্য টার্গেট ছিল মনে করা হচ্ছে। নিউ দিল্লিতে বসবাসকারী তাঁর ঘনিষ্ঠজনেদের ফোনও টার্গেট করা হয়েছিল বলে অভিযোগ। ২০১৭-২০১৯ সাল পর্যন্ত ২০ জন তিব্বতি রাজনীতিবিদ, ধর্মীয় নেতাকে পেগাসাস টার্গেট করেছিল বলে অনুমান করা হচ্ছে। এদিকে ইতিমধ্যেই অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল এই তালিকার কিছু অংশের সন্ধান পেয়েছে।
তবে ভারত সরকার পেগাসাস স্পাইওয়ারকে আদৌ লাইসেন্স দেওয়া হয়েছিল কি না সেব্যাপারে কোনও কিছু নিশ্চিত করা যায়নি। এমনটাই প্রকাশ মিডিয়া রিপোর্টে। পাশাপাশি তিব্বতের নেতাদের ফোনে হ্যাকিং প্রসঙ্গে ভারতের আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে ২০১৭সালের নভেম্বর মাসে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ দিল্লিতে তিব্বতীয় ধর্মগুরুর সঙ্গে দেখা করেন। এরপর থেকেই তাঁর সঙ্গীদের ফোনে আড়ি পাতা শুরু হয়। তবে তিব্বতীয় নেতাদের ফোনে আড়ি পাতার বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি। কারণ তাঁদের ফোন এখনও পরীক্ষা করে দেখা হয়নি।