বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা সোমবার দুপুরে মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসোড়া তহসিলে একটি ক্যাথলিক স্কুল ভাঙচুর করে। হামলাকারীদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ নাকি স্কুলের পড়ুয়াদের ধর্মান্তরিত করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের খুঁজে বের করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি প্রায় ১২টা নাগাদ ঘটেছিল। সেই সময় প্রায় ৩০০ জন সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের বাইরে বিক্ষোভ করতে জড়ো হয়েছিল। স্কুলে তখন দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষা দিচ্ছিল। হামলাকারী জনতা শীঘ্রই হিংস্র হয়ে ওঠে এবং স্কুল প্রাঙ্গণে ভাঙচুর শুরু করে। স্কুলের সম্পত্তির ক্ষতি করে হামলাকারীরা। স্কুলের অধ্যক্ষ ব্রাদার অ্যান্টনি টিনুমকাল এই বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে জনতা লোহার রড এবং পাথর নিয়ে হামলা চালিয়েছিল এবং স্কুলের সম্পত্তি ভাঙচুরের সময় 'জয় শ্রী রাম' স্লোগান তুলেছিল।
সংবাদ সংস্থা এএনআইকে ব্রাদার অ্যান্টনি বলেন, ‘আমাদের স্কুলের নামে চিঠি প্রচারিত হয়েছে যে ৮ জন হিন্দু ছাত্রকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়েছে। তারা আমাদের ছাত্র না। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে ঘটনাটি ঘটেছে ৩১ অক্টোবর। সেদিন ছিল রবিবার, সেদিন কোনও শিক্ষক বা ছাত্র আসেনি স্কুলে। আমি সেদিন পুলিশকে জানিয়েছিলাম, তখনও এখানে মাত্র ২ জন পুলিশ মোতায়েন ছিল।’
এদিকে ঘটনার প্রেক্ষিতে এসডিএম রোশন রাই বলেন, ‘আমরা পর্যাপ্ত পুলিশ বন্দোবস্ত করেছিলাম। হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেছি। ঘটনার প্রেক্ষিতে একটি স্মারকলিপি গৃহীত হয়েছে।’ এদিকে এসডিওপি ভরত ভূষণ শর্মা এই বিষয়ে বলেন, ‘এখানে পুলিশ মোতায়েন রয়েছে। সব শিশু নিরাপদ। সন্ন্যাসীরাও এখানে নিরাপদ। টিআই এবং অ্যাসিস্ট্যান্ট টিআই এখানে উপস্থিত।’