রাস্তায় ব্যস্ত সময়ে গাড়ির রেষারিষির সাক্ষী বহু মেট্রো শহরই হয়ে থাকে। এবার ঘটনা মুম্বইয়ের। মুম্বইয়ের সি লিঙ্কে এবার দেখা গেল এক ভয়াবহ কাণ্ড। সেখানে এক মার্সিডিজের সঙ্গে বিএমডাব্লিউ-র রেষারিষি চলছিল, শেষমেশ দুই গাড়ি গিয়ে ধাক্কা মারে এক ওয়াগন আর গাড়িকে। দুর্ঘটনার জেরে কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি।
দেশের পঞ্চম সর্ববৃহৎ ব্রিজ হিসাবে পরিচিত মুম্বই সি লিঙ্ক। জানা গিয়েছে, সেখানে বেলা ১০.২০ মিনিট নাগাদ ওই ঘটনা ঘটে যায়। দুটি গাড়ি সেখানে রেষারিষির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার জেরে ঘটে যায় দুর্ঘটনা। দুটি গাড়ি গিয়ে ধাক্কা দেয় একটি ওয়াগন আর গাড়িতে। সেই ওয়াগন আর গাড়ি মূলত একটি অ্যাপ নির্ভর পরিষেবার গাড়ি ছিল বলে জানা গিয়েছে। ওই ক্যাবে ছিলেন একই পরিবারের ৪ জন। তাঁদের বড় কোনও ক্ষয়ক্ষতি ঘটেনি। উল্লেখ্য, মুম্বই সি লিঙ্কে গাড়ির সর্বোচ্চ গতিবেগ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা হিসাবে বেঁধে দেওয়া রয়েছে।
( ‘কেরিয়ার নষ্ট হবে’, বলল কোর্ট, ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন)
রেষারিষি-রত দুটি গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। চালকদের নাম শেহবাজ খান, তারিক চৌধরী। তাঁদের বিরুদ্ধে নিয়ম ভেঙে দ্রুত গাড়ি চালানো ও হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করেছে পুলিশ। এদিকে, বহু রিপোর্টে দাবি করা হচ্ছে, যে ওই ক্যাবের মধ্যে একটি ক্যাবে ১০ বছরের এক শিশু ছিল। তবে এই দুর্ঘটনার জেরে কেউ কোনও ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়েননি। বেশ কিছু ছবিতে দেখা যাচ্ছে, ভাঙা বোনেট যুক্ত মার্সিডিজটি রয়েছে রাস্তায় পড়ে। অন্যদিকে, বিএমডাব্লিউ-র রিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বেল খবর।
এর আগে, গত নভেম্বরে সি লিঙ্কে একটি দ্রুতগামী এসইউভি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। একটি টয়োটা ইনোভা গভীর রাতে একটি মার্সিডিজের সাথে বিধ্বস্ত হয়েছিল এবং পালানোর চেষ্টায় আরও কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।