আপনার বাড়িতে পোষা কুকুর আছে? অথবা আপনার কুকুর খুব পছন্দ? সেক্ষেত্রে নিশ্চই জানেন ওরা কতটা মজাদার হয়। সেই সঙ্গে নিঃশর্ত ভালবাসাও অঢেল। কুকুরপ্রেমীর সংখ্যা নেহাত্ কম নয়। আর সেই কারণে ইন্টারনেট জুড়ে ছড়িয়ে তাদের বহু মজার ভিডিয়ো। আর সেই ভিডিয়ো দেখলেই বোঝা যায়, কোনও কোনও কুকুর মানুষেরই মতো টেলিভিশন দেখতে পছন্দ করে। আলোচ্য ভিডিয়োটিও অনেকটা সেরকম। তবে তার থেকে আরও বেশ কয়েক ধাপ এগিয়ে।
ভিডিয়োটিতে পেনেলোপে রিগস নামে একজন হাস্কিকে দেখা যাচ্ছে। ইনস্টাগ্রাম পেজটিই তার নামে। পরে ডগ নামে এক পেজে তা পুনরায় শেয়ার করা হয়। তারপরেই এটি ভাইরাল হয়ে যায়।
ভিডিয়োতে দেখা যাচ্ছে কুকুরটি টেলিভিশন দেখছে। টিভিতে সেই সময়ে একটি ট্রামপোলিনের বিজ্ঞাপন চলছিল। মজার বিষয় হল, বিজ্ঞাপনে একটি কুকুরকে ট্রামপোলিনের উপর লাফিয়ে খেলতে দেখা যাচ্ছে। পেনেলোপেও তাই দেখে অবাক হয়ে যায়। উত্তেজিত হয়ে লাফালাফি শুরু করে দেয় সে।
মাত্র ২ দিনে ভিডিয়োটিতে ৭০ লক্ষেরও বেশি ভিউ হয়ে যায়। নতুন করে প্রায় ১ লক্ষ ২০ হাজার ফলোয়ার্স যোগ হয় অ্যাকাউন্টটিতে।
সকলেই কমেন্টে পেনেলোপেকে একটি ট্র্যাম্পোলিন কিনে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। কেউ কেউ তো এর জন্য 'ক্রাউড ফান্ডিং' করারও দাবি করতে থাকেন।
এরপরে অবশ্য পেনেলোপেকে ট্র্যাম্পোলিন কিনে দিয়েছেন তার মালিক। সেই ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাতে দৃশ্যতই আল্হাদে আটখানা কুকুরটি।
কুকুরা তো আসলে আমাদের পরিবারেরই অংশ হয়, তাই না? বাড়িতে যাঁদের পোষ্য আছে, তাঁরাই এটা সবচেয়ে ভাল বুঝবেন।