সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ইউনুসের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে লেখা হয়েছে, সরস্বতী পুজো উপলক্ষে আমি হিন্দু সম্প্রদায়ের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এই দেশ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করেছেন। এই দেশ আমাদের সকলের। ধর্ম, বর্ণ নির্বিশেষে এই দেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি। লেখা হয়েছে সেই বার্তায়।
তবে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন মহম্মদ ইউনুস। কিন্তু বাংলাদেশে সংখ্য়ালঘু সম্প্রদায়ের লোকজন কতটা সুষ্ঠু ভাবে তাঁদের ধর্মীয় আচার আচরণ পালন করতে পারেন তা নিয়েও নানা সময়ে নানা প্রশ্ন উঠেছে।
এপার বাংলাতেও কিছু জায়গায় এবার পুলিশ পাহারায় সরস্বতী পুজো হয়েছে। এনিয়ে তীব্র খোঁচা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি সোশ্য়াল মিডিয়ায় লিখেছিলেন, 'কোনটা যশোর, রংপুর, ঢাকা আর কোনটা কলকাতা, বেলডাঙা, ডায়মন্ড হারবার বুঝতেই পারবেন না।
শুভেন্দু লিখেছিলেন, ওপার বাংলা আর এপার বাংলাকে মিলিয়ে দিলেন মহম্মদ ইউনুস ও মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশকে অনুকরণ করে সশস্ত্র বাহিনীর নিরাপত্তায় পুজোর রেওয়াজ এপার বাংলায় চালু করালেন মাননীয়া মুখ্যমন্ত্রী। যোগেশচন্দ্র চৌধুরী কলেজ ক্যাম্পাসে পুজো হচ্ছে, না সন্ত্রাসবাদী হামলা প্রতিরোধের মহড়া চলছে বোধগম্য হচ্ছে না।'
এদিকে কোটা বিরোধী আন্দোলনে ২০২৪ সালের জুলাই মাসে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। সেই আন্দোলন শেষ পর্যন্ত হাসিনা বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল। এর জেরে ৫ অগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিতে হয়েছিল। তবে তার আগে পর্যন্ত বাংলাদেশে একাধিক ছাত্র আন্দোলনকারী নিহত হয়েছিল পুলিশের গুলিতে। অভিযোগ, সরাসরি শেখ হাসিনার নির্দেশেই ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি অত্যাচার চলেছিল বাংলাদেশ। তবে হাসিনা বিদায়ের পরে সেই আন্দোলনে আহতদের দেখভালের দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছিল ইউনুস সরকার। কিন্তু এখন সেই সব আহত আন্দোলনকারীদের একটা বড় অংশের অভিযোগ, সরকার তাঁদের খোঁজ নেয় না।
এসবের মধ্য়েই গতকাল মধ্যরাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন বহু আহত 'বিপ্লবী'। সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দফা দাবিতে এই অবস্থান শুরু করেন তাঁরা। পরে গভীর রাতে তাঁরা হাসনাতের কথায় সেই বিক্ষোভ প্রত্যাহার করেন।