বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। অবতরণের সময় একটি বিমান থেকে ভেঙে পড়েছিল ধাতব টুকরো। যদিও ঘটনায় বিমানের যাত্রী অথবা সাধারণ নাগরিকের কোনওরকমের ক্ষয়ক্ষতি হয়নি। তবে এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দিল্লি বিমানবন্দরে অবতরণের সময় সোমবার এই ঘটনা ঘটেছিল। এবার সেই ঘটনায় তদন্তের নির্দেশ দিল ডিজিসিএ।
আরও পড়ুন: যাত্রী নিরাপত্তায় গাফিলতি, ৯৯ লক্ষ টাকা জরিমানা দিতে হবে এয়ার ইন্ডিয়াকে
সোমবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল বাহারিনগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান। বিমানটি বাহারিনের উদ্দেশ্যে উড়ান শুরু করার কিছুক্ষণ পরেই ইঞ্জিনে ত্রুটি খুঁজে পান চালক। এরপর উড়ান শুরুর ২২ মিনিটের মধ্যে আবার বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপরেই ওই বিমান থেকে কিছু খসে পড়ার বিষয়টি জানতে পারে পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বসন্ত বিহার থানার তরফে রাত সাড়ে ৯ টার দিকে এবিষয়ে একটি ফোন পায়। এক ব্যক্তি জানান, বিমানটি যাওয়ার সময় তাদের ফ্ল্যাটের উপর ধাতব টুকরো ভেঙে পড়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা ধাতব টুকরো উদ্ধার করে পুলিশকে এটিসিকে জানায়। জানা গিয়েছে, ধাতব টুকরোটি কালো রঙের ছিল এবং খুব বেশি বড় ছিল না। এই ঘটনার পরেই ডিজিসিএ-র একজন ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিমানের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। যদিও ধাতব টুকরো আদৌও বিমান থেকে পড়েছিল কিনা সে বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত নন আধিকারিকরা। এ বিষয়ে রিপোর্ট পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন দক্ষিণ পশ্চিমের ডেপুটি পুলিশ কমিশনার রোহিত মীনা।
এবিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র বলেছেন, ‘এয়ার ইন্ডিয়ার বিমানটি জরুরি অবতরণ করেছিল। বিষয়টি নিয়ন্ত্রক এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হয়েছে এবং বর্তমানে তদন্তাধীন রয়েছে। আমরা শঙ্কর বিহারে ধাতব টুকরো পাওয়ার বিষয়টি জানতে পেরেছি। এই ধাতব টুকরো আমাদের বিমানের কিনা তা আমরা নিশ্চিত করতে পারছি না।’