বাংলা নিউজ > ঘরে বাইরে > Digital Arrest News: ডিজিট্যাল অ্যারেস্ট রুখতে হাজার-হাজার হোয়াট্সঅ্যাপ নম্বর, লক্ষ-লক্ষ সিম ব্লক! জানাল কেন্দ্র

Digital Arrest News: ডিজিট্যাল অ্যারেস্ট রুখতে হাজার-হাজার হোয়াট্সঅ্যাপ নম্বর, লক্ষ-লক্ষ সিম ব্লক! জানাল কেন্দ্র

প্রতীকী ছবি

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ডিজিট্যাল অ্যারেস্টের ক্ষেত্রে এমন কিছু নম্বর ব্যবহার করা হচ্ছে, যেগুলি আদতে বিদেশি নম্বর, কিন্তু সেগুলির মাধ্যমে যখন ভারতের কোনও গ্রাহকের মোবাইলে কল করা হচ্ছে, তখন সেই নম্বর দেখে যে কারও মনে হবে, সেগুলি ভারতীয় নম্বর।

ডিজিট্যাল অ্যারেস্টের ঘটনা রুখতে ভারত সরকার যে বদ্ধপরিকর, মঙ্গলবার লোকসভায় সেই বার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রক। এদিন তাদের পক্ষ থেকে সংসদের নিম্ন কক্ষে জানানো হয়, 'ইন্ডিয়ান সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার' (আইফোরসি) ১,৭০০টিরও বেশি স্কাইপ আইডি এবং ৫৯,০০০টিরও বেশি হোয়াট্সঅ্যাপ অ্যাকাউন্ট চিহ্নিত করে সেগুলিকে 'ব্লক' করেছে। কারণ, এই অ্যাকাউন্টগুলি ডিজিট্যাল অ্যারেস্টের জন্য ব্যবহার করা হয়েছিল।

এছাড়াও, আমজনতাকে ডিজিট্যাল অ্যারেস্ট সম্পর্কে সচেতন করতে সরকারের তরফে এ নিয়ে বিশেষ প্রচার কর্মসূচি চালানো হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এদিন সংসদে একটি লিখিত বিবৃতি পেশ করা হয়। তাতে বলা হয়েছে, 'ভারত সরকারের পক্ষ থেকে ডিজিট্যাল অ্য়ারেস্ট নিয়ে একটি সামগ্রিক প্রচার কর্মসূচি চালানো হচ্ছে। সেই কর্মসূচির আওতায় বহু ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন - ডিজিট্যাল অ্যারেস্ট সংক্রান্ত দুর্নীতি নিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ, দিল্লি মেট্রোয় এই বিষয়টি নিয়ে নিয়মিত ঘোষণা, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে এই বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো, প্রসার ভারতী এবং বৈদ্যুতিন সংবাদমাধ্যমে ডিজিট্যাল অ্যারেস্ট নিয়ে প্রচার ইত্যাদি।...'

'...আইফোরসি স্বতঃস্ফূর্তভাবে ১,৭০০টিরও বেশি স্কাইপ আইডি এবং ৫৯,০০০টিরও বেশি হোয়াট্সঅ্যাপ অ্যাকাউন্ট চিহ্নিত করে সেগুলিকে ব্লক করেছে। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে ডিজিট্যাল অ্য়ারেস্টের ঘটনা ঘটানো হয়েছিল।'

উল্লেখ্য, গত সপ্তাহে ওডিশার ভুবনেশ্বরে আয়োজিত পুলিশ আধিকারিকদের উচ্চ পর্যায়ের বৈঠকেও ডিজিট্যাল অ্যারেস্ট নিয়ে আলোচনা হয়। সেখানে উপস্থিত পুলিশ আধিকারিকদের এ নিয়ে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।

তাঁর নির্দেশ ছিল, যেভাবে ডিজিট্যাল জালিয়াতি ক্রমশ বাড়ছে, তা রুখতে পুলিশ প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে। অপরাধীরা কীভাবে প্রযুক্তির সাহায্যে মানুষের কষ্টার্জিত অর্থ লুট করছে, তা ভালো করে বুঝতে এবং আটকাতে হবে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ডিজিট্যাল অ্যারেস্ট নিয়ে সরকারের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে, প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, এনসিবি, সিবিআই, আরবিআই-সহ সংশ্লিষ্ট সমস্ত বিভাগ ও সংস্থাগুলিকেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ডিজিট্যাল অ্যারেস্টের ক্ষেত্রে এমন কিছু নম্বর ব্যবহার করা হচ্ছে, যেগুলি আদতে বিদেশি নম্বর, কিন্তু সেগুলির মাধ্যমে যখন ভারতের কোনও গ্রাহকের মোবাইলে কল করা হচ্ছে, তখন সেই নম্বর দেখে যে কারও মনে হবে, সেগুলি ভারতীয় নম্বর।

সরকার ও টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি এক্ষেত্রে মিলিতভাবে এমন এক ব্যবস্থাপনা গড়ে তুলেছে, যাতে এই নম্বরগুলিকে চিহ্নিত করা যায়। এবং তারপর এই নম্বরগুলিকে ব্লক করে দেওয়া হচ্ছে।

ডিজিট্যাল অ্য়ারেস্ট কিংবা কোনও ধরনের সাইবার ক্রাইমে ব্যবহার করা হয়েছে, এমন ৬ লক্ষ ৬৯ হাজারেরও বেশি সিম কার্ড এবং প্রায় ১ লক্ষ ৩২ হাজার আইএমইআই নম্বর চিহ্নিত করে সেগুলিকেও ব্লক করা হয়েছে। এই কাজগুলি করা হয়েছে গত ১৫ নভেম্বরের মধ্যে।

দেশজুড়ে সাইবার অপরাধীদের পাকড়াও করতে সাতটি নির্দিষ্ট এলাকার জন্য আইফোরসি-র অধীনে সাতটি জয়েন্ট সাইবার কোঅর্ডিনেশন টিম (জেসিটিটি) গঠন করা হয়েছে। এই দলগুলির সদস্যরা মেওয়াট, জামতাড়া, আহমেদাবাদ, হায়দরাবাদ, চণ্ডীগড়, বিশাখাপত্তনম এবং গুয়াহাটি থেকে সর্বক্ষণ কাজ করে চলেছে। তারা সারা দেশের পরিস্থিতির উপরেও নজর রাখছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, 'সিটিজেন ফিন্যান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং অ্য়ান্ড ম্যানেজমেন্ট সিস্টেম'-এর মাধ্যমে সাইবার জালিয়াতির খবর পাওয়ামাত্র এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকার লেনদেন তৎক্ষণাৎ বন্ধ করা সম্ভব হয়েছে। যার জেরে ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত ৩,৪৩১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ৯.৯৪ লক্ষেরও বেশি অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করে এই সাফল্য এসেছে।

পরবর্তী খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মৌনী অমাবস্যা ২০২৫ কবে পড়ছে? মহাকুম্ভের মাঝে তিথি, সময়কাল দেখে নিন 'জম্মু ও কাশ্মীর PoK ছাড়া অসম্পূর্ণ', সাফ বার্তা রাজনাথের 'কমরেড দেরি হয়ে গেছে!' পৌষ পার্বণের শুভেচ্ছা পোস্ট সিপিএমের, উনুনে হচ্ছে পিঠে! ১৫ কোটির গণ্ডি পেরোতেই আন্তর্জাতিক সফরে খাদান! কোন দেশে মুক্তি পাচ্ছে দেবের ছবি? কেন Farewell Test খেলতে চাননি? অবসর নেওয়ার সময় মাথায় কী চলছিল? কী বললেন অশ্বিন? ফলোয়ার্স বাড়াতে নিজেরই মৃত্যুর খবর ঘোষণা করলেন অভিনেত্রী! তারপর...? বাইরে বেরোলেই মেকআপ করা চাই-ই চাই! কার ভয়ে সবসময় টিপটপ থাকেন রবিনা কন্যা? পুনর্বাসুতে মঙ্গল! সেনাপতির নক্ষত্র গোচরে পকেট ফুলবে বৃশ্চিক সহ ৩ রাশির

IPL 2025 News in Bangla

ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.