ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর অধীনে এই প্রথম 'অল-ওয়েমেন রিজার্ভ ব্যাটেলিয়ন' (সম্পূর্ণ মহিলাদের জন্য একটি নির্দিষ্ট রিজার্ভ বাহিনী) তৈরি করার প্রস্তাবে অনুমোদন দিল তারা।
প্রসঙ্গত, এর আগে কখনও সিআইএসএফ-এর অধীনের এমন কোনও নির্দিষ্ট বাহিনী ছিল না। প্রাথমিকভাবে স্থির করা হয়েছে, এই বাহিনীতে ১,০০০-এর কিছু বেশি সংখ্যক সদস্য থাকবেন।
বর্তমানে বিমানবন্দর-সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বাড়তি বাহিনী মোতায়েনের প্রয়োজন দেখা দিয়েছে। আপাতত স্থির করা হয়েছে, নবগঠিত এই মহিলা বাহিনীকে সেইসব গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তার কাজে ব্যবহার করা হবে।
সংশ্লিষ্ট আধিকারিকদের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এই মর্মে একটি আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে। সেই অনুমোদন প্রদানের খবর তাদের অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছে সিআইএসএফ।
তারা জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশ ও অনুমোদন অনুসারে, শীঘ্রই ওই বিশেষ মহিলা বাহিনী গড়ে তোলা হবে। সেই বাহিনীতে আপাতত ১,০২৫ জন সদস্য থাকবেন। সংশ্লিষ্ট বাহিনীর নেতৃত্ব দেবেন সিনিয়র কমান্ড্যান্ট পদমর্যাদার একজন আধিকারিক।
সিআইএসএফ-এর নয়াদিল্লির সদর কার্যালয়ে ওই বিশেষ বাহিনীতে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া এবং নির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ শুরুও করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই মুহূর্তে সিআইএসএফ-এর মোট সদস্য সংখ্যা প্রায় ২ লক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া অনুমোদনের ফলে বাহিনীর সেই শক্তি আরও বাড়বে।
সিআইএসএফ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মহিলা বাহিনীর সদস্যদের জন্য নির্ধারিত প্রশিক্ষণও বিশেষ হবে। তাঁরা যাতে বিভিন্ন ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, সেই মতোই তাঁদের প্রস্তুত করা হবে।
বিমানবন্দরের নিরাপত্তা সামলানোর পাশাপাশি ভিআইপি নাগরিকদের নিরাপত্তার কাজেও তাঁদের মোতায়েন করা হতে পারে। এছাড়া, রাজধানী দিল্লি শহরের অন্দরে একাধিক দায়িত্ব তাঁদের দেওয়া হতে পারে।
এই মুহূর্তে সিআইএসএফ-এর অধীনে ১২টি ব্য়াটেলিয়ন রয়েছে। এই বাহিনীর সদস্যদের কাজের পরিধি বিরাট। নির্বাচনের সময় যেমন সিআইএসএফ-এর হাতে নিরাপত্তার দায়িত্ব থাকে, তেমনই সংসদ ভবনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানের সুরক্ষাও তাঁরাই নিশ্চিত করেন। যদিও সেই কাজে অন্য়ান্য বাহিনী ও বিভাগ যৌথভাবে নিজেদের দায়িত্ব পালন করে।
প্রসঙ্গত, সিআইএসএফ গঠিত হয়েছিল ১৯৬৯ সালে। এই বাহিনীতে মহিলাদের নিয়োগ নতুন কিছু নয়। বস্তুত, দেশের ৬৮টি অসামরিক বিমানবন্দর, দিল্লি মেট্রো এবং তাজমহল ও দিল্লির লাল কেল্লার মতো স্থানে মহিলা সিআইএসএফ সদস্যদের উপস্থিতি বরাবরই লক্ষ্যণীয়।