বাংলা নিউজ > ঘরে বাইরে > কোভিড বিধি মেনে এবার খেলা,মেলা,শপিংয়ে ছাড় দিতে পারেন, রাজ্যকে চিঠি কেন্দ্রের

কোভিড বিধি মেনে এবার খেলা,মেলা,শপিংয়ে ছাড় দিতে পারেন, রাজ্যকে চিঠি কেন্দ্রের

কোভিড বিধি মেনে এবার কিছু ক্ষেত্রে নিয়মে শিথিল করা যেতে পারে বলে জানাল কেন্দ্র (ফাইল ছবি)

মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরণের কাজকর্মের অনুমতি দেওয়া হলেও সেখানে যাতে মাস্ক পরা হয়, সামাজিক দূরত্ব বিধি মেনে চলা হয়, হাত ধোয়া, বদ্ধ ঘরের তুলনায় খোলামেলা জায়গা ব্যবহার করা হয় সেটা খেয়াল রাখতে হবে।

কোভিডের দাপট কিছুটা কমছে। ফের সচল হচ্ছে অর্থনৈতিক কাজকর্ম। কিন্তু এতে ঝুঁকি কতটা থাকছে? এনিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে চিঠি  পাঠিয়ে জানতে চাইল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা চিঠিতে লিখেছেন, পজিটিভিটির হার কিছুটা কমেছে। এর জেরে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নানা কাজকর্ম ফের শুরু হচ্ছে। অর্থনৈতিক কর্মকাণ্ডও ফের শুরু হচ্ছে। তবে পরিস্থিতির এই উন্নতির সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে ঝুঁকি কতটা রয়েছে। তার হিসাব কষতে হবে এবার। 

পাশাপাশি তিনি জানিয়েছেন, স্থানীয় পরিস্থিতি পর্যালোচনা করে কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করা যেতে পারে। যেমন, সামাজিক, স্পোর্টস, এনটারটেইনমেন্ট, পড়াশোনা, সাংস্কৃতিক, ধর্মীয়, উৎসব সংক্রান্ত জমায়েত, নাইট কার্ফু, পাবলিক ট্রান্সপোর্ট, শপিং কমপ্লেক্স, সিনেমা হল, জিম, স্পা, রেস্তরাঁ, বার, স্কুল কলেজ খোলা, অফিস ও অন্যান্য বাণিজ্যিক কাজকর্ম।

এর সঙ্গেই মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরণের কাজকর্মের অনুমতি দেওয়া হলেও সেখানে যাতে মাস্ক পরা হয়, সামাজিক দূরত্ব বিধি মেনে চলা হয়, হাত ধোয়া, বদ্ধ ঘরের তুলনায় খোলামেলা জায়গা ব্যবহার করা হয় সেটা খেয়াল রাখতে হবে। অন্যদিকে সরকারি তথ্য় অনুসারে, নতুন করে গোটা দেশে ১৩, ১৬৬ জন সংক্রামিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩০২জনের মৃত্যুর খবর মিলেছে।

 

বন্ধ করুন