প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা। বৈঠক অত্যাধুনিক প্রযুক্তি, এআই নিয়ে কথা হয়েছে তাঁদের। এই বৈঠকের পরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথোপকথনের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভারতীয় বংশোদ্ভূত এই সিইও। নাদেলার পোস্টটিকে আবার রিপোর্ট করে সেখানে জবাবও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, বর্তমান বিশ্বে গুরুত্ব বাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। এদিকে প্রযুক্ত এবং এআই-কে সঙ্গী করে এগিয়ে যাওয়ার কথা সবসময়ই শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। এই আবহে সত্য নাদেলার সঙ্গে তাঁর এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে সম্প্রতি পারপ্লেক্সিটি এআই-এর সিইও অরবিন্দ শ্রীনিবাসের সঙ্গেও দেখা করেছিলেন মোদী। (আরও পড়ুন: জাল ছড়িয়ে আরও গভীরে? প্রাক্তনের পর পাসপোর্ট জালিয়াতিতে এবার নজরে ৪ পুলিশকর্মী)
আরও পড়ুন: কলকাতা ও সল্টলেকে কোন রুটে বাড়ছে কটা সরকারি বাস? এখনই বা চলে কটা?
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সত্য নাদেলা লেখেন, 'তাঁর নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই। ভারতকে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্রথম সারির দেশ করে তুলতে একসঙ্গে কাজ করে চলব। এবং এটা নিশ্চিত করতে চাই, যাতে প্রত্যেক ভারতীয় যাতে এআই প্ল্যাটফর্মের সুবিধা পেতে পারেন।' এদিকে সত্য নাদেলার এই পোস্টের জবাবে মোদী নিজের পোস্টে লেখেন, 'আপনার সঙ্গে সাক্ষাৎ করে নিঃসন্দেহে আনন্দ পেয়েছি। ভারতে মাইক্রোসফটের বিনিয়োগের পরিকল্পনা জেনে খুশি। প্রযুক্তি, এআই-সহ বিভিন্ন বিষয়ে চমৎকার আলোচনা হয়েছে।'
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে ভারত সফলে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মাইক্রোসফট প্রধান। সেই সময় কেন্দ্রের ‘ডিজিটাল ভারত’ উদ্যোগের প্রশংসা করেছিলেন সত্য নাদেলা। এদিকে কয়েকদিন আগেই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গে দেখা করেছিলেন সত্য নাদেলা। সেই বৈঠকের পরে রেভান্থের অফিসের তরফ থেকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়, 'রাজ্যের সমস্ত উদ্যোগে সঙ্গী হওয়ার অঙ্গীকারে অটল রয়েছে মাইক্রোসফট। সেকথা ফের একবার জানিয়েছেন সত্য নাদেল্লা।' উল্লেখ্য, হায়দরাবাদে প্রথমের দিকেই নিজেদের অফিস খুলেছিল মাইক্রোসফট। রিপোর্ট অুযায়ী, শুধুমাত্র হায়দরাবাদেই মাইক্রোসফটের কর্মী সংখ্যা ১০ হাজারের মতো।
এদিকে ভারতে বিনিয়োগ বৃদ্ধির কথা বলা মাইক্রোসফট সম্প্রতি আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে বলে জানানো হয় রিপোর্টে। এক অভ্যন্তরীণ নোটিশের মাধ্যমে সত্য নাদেলা নাকি এই নিয়ে বলেছেন, 'কোভিডের সময় গ্রাহকেরা ব্যয়ের পরিমাণ বাড়িয়েছিলেন। তবে এখন মানুষ ‘সতর্কতার নীতি’ অনুসরণ করছে। বিশ্বের অনেক অংশে মন্দা চলছে। অনেক জায়গায় মন্দা আসন্ন।' উল্লেখ্য, ২০২১ সালের জুন থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ৪০ হাজার নতুন কর্মী নিয়েছিল মাইক্রোসফট। ফলে প্রতিষ্ঠানটির স্থায়ী কর্মীর সংখ্যা দুই লাখ ২১ হাজারে দাঁড়িয়েছিল। এর মধ্যে ৯৯ হাজার যুক্তরাষ্ট্রের বাইরের। এরই মধ্যে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া এ বছরের তৃতীয় ত্রৈমাসিকে সম্পন্ন হতে পারে বলে জানা গিয়েছে।