পদ্মভূষণে সম্মানিত হলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদ... more
পদ্মভূষণে সম্মানিত হলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। টেক কর্তা জানান, এটি তাঁর কাছে খুবই সম্মানের। আগামিদিনে প্রযুক্তি ক্ষেত্রে আরও বিকাশের উদ্দেশ্যে ভারত জুড়ে মানুষের সঙ্গে কাজ চালিয়ে যেতে চান তিনি।
1/6পদ্মভূষণে সম্মানিত হলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। সান ফ্রান্সিসকোতে ভারতের কনসাল জেনারেল ড. টি.ভি নগেন্দ্র প্রসাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি পদ্মভূষণ গ্রহণ করেন। ছবি: পিটিআই (PTI)
2/6চলতি বছরের শুরুতে ১৭ পুরষ্কারপ্রাপ্তদের অন্যতম ছিলেন সত্য নাদেলা। পুরষ্কার গ্রহণের সময় ৫৫ বছর বয়সী সিইও বলেন, 'পদ্মভূষণ পাওয়া এবং এত অসাধারণ মানুষের স্বীকৃতি পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের বিষয়।' ফাইল ছবি : টুইটার (PTI)
3/6তিনি বলেন, 'আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ।' ফাইল ছবি : টুইটার (PTI)
4/6এরপর আলোচনায় সত্য নাদেলা আগামিদিনে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, 'আমরা একটি ঐতিহাসিক অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। আগামী দশক সম্পূর্ণভাবেই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গড়ে তোলা হবে। প্রতিটি ভারতীয় শিল্প এবং সংস্থাগুলি এখন প্রযুক্তির দিকে ঝুঁকছে।' ফাইল ছবি : টুইটার (PTI)
5/6হায়দরাবাদে জন্ম। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সালে মাইক্রোসফ্টের সিইও নিযুক্ত হন সত্য নাদেলা। ফাইল ছবি: ব্লুমবার্গ (PTI)
6/6২০২১ সালের জুনে তাঁকে সংস্থার চেয়ারম্যান হিসাবেও মনোনীত করা হয়। আগামী বছর জানুয়ারিতেই ভারত সফরের পরিকল্পনা রয়েছে মাইক্রোসফট সিইও-র। (ছবি সৌজন্যে ব্লুমবার্গ) (PTI)