প্রয়াত হলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার পুত্র জেন। বয়স হয়েছিল মাত্র ২৬। সংস্থার কর্মীদের একটি ইমেল বার্তায় তা জানিয়েছেন সফটওয়্যার সংস্থার প্রধান। জন্ম থেকেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন জেন। তাঁকে উইলচেয়ার ব্যবহার করতে হত।
১৯৯৬ সালের ১৩ অগস্ট জন্মগ্রহণ করেছিলেন জেন। জন্মের সময় ওজন ছিল তিন পাউন্ড। পরে নিজের বইয়ে ছেলের জন্মের দিনগুলোর কথা তুলে ধরে নাদেলা লিখেছিলেন, জন্মের পর জেন কাঁদেননি জেন। দ্রুত তাঁকে সিটেলের একটি শিশু হাসপাতালের আইসিইউতে ভরতি করা হয়েছিল। সেখানেই দীর্ঘদিন চিকিৎসা হয়েছিল। তবে জেনের অসুস্থতা এতটাই ছিল যে তাঁকে উইলচেয়ার ব্যবহার করতে হত। ঠিকভাবে কথা বলতে পারতেন না। উল্লেখ্য, সিটেলের যে হাসপাতালে ভরতি ছিলেন জেন, গত বছর ১৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন মাইক্রোসফটের সিইও।
২০১৭ সালে লিঙ্কডিনের একটি পোস্টে নাদেলা জানিয়েছিলেন, ছেলে জেনের কারণে তাঁর ব্যক্তিগত জীবন পালটে গিয়েছে। ২০১৪ সালে মাইক্রোসফটের সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশেষভাবে সক্ষম শিশু এবং মানুষদের সহায়তা করবে, এমন জিনিস তৈরির উপর জোর দিয়েছেন। তাঁদের জন্য এমন প্রযুক্তি তৈরি করেছে মাইক্রোসফট, যা জীবনে কিছুটা স্বস্তি নিয়ে আসবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে বিভিন্ন কাজ করা হয়েছে।