শ্রীনগর-ভিত্তিক মিগ-২১ স্কোয়াড্রন 'সোর্ড আর্মস'কে অবসরে পাঠাতে চলেছে ভারতীয় বিমান বাহিনী। এই স্কোয়াড্রনের অংশ ছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্ধমান। ২০১৯ সালের বালাকোট এয়ারস্ট্রাইকের পর পাক বাহিনী যখন পালটা হামলা চালিয়েছিল, তখন এই স্কোয়াড্রনের যুদ্ধবিমানে করেই পাকিস্তান এফ-১৬ বিমান ধ্বংস করেছিলেন অভিনন্দন।
উল্লেখ্য, পুরোনো প্রযুক্তির মিগ-২১ যুদ্ধবিমানের মাত্র চারটি স্কোয়াড্রন বর্তমানে রয়েছে বিমান বাহিনীতে। 'সোর্ড আর্মস' সেই চারটি স্কোয়াড্রনের একটি। তবে সেপ্টম্বেরে শেষ লগ্নে এই স্কোয়াড্রনকে অবসরে পাঠানো হবে। বাকি তিনটি স্কোয়াড্রন ২০২ সালের মধ্যে অবসরে পাঠানো হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, মিগ-২১ যুদ্ধবিমানের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে বরাবর। রাশিয়া থেকে মোট ৮৭২ মিগ কিনেছিল ভারত। এর মধ্যে আর্ধেক যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। এতে প্রায় ২০০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এর জন্য এই বিমানটিকে ‘উড়ন্ত কফিন’ আখ্যা দেওয়া হয়েছিল।
২০১৯ সালের ফেব্রুয়ারির ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। এরপরই ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জয়েশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিতে এয়ারস্ট্রাইক করে। এরপরই ২৭ ফেব্রুয়ারি ভারতের আকাশ সীমায় ঢুকে পড়ে একটি পাকিস্তানের এফ-১৬। বায়ুসেনার শ্রীনগরের ৫১ নম্বর স্কোয়াড্রনের সদস্য অভিনন্দন বর্তমান পাক বিমান বাহিনীর সেই এফ-১৬-কে ধ্বংস করেছিলেন।