বাংলা নিউজ > ঘরে বাইরে > Migrant worker murder: মুম্বইয়ে ঘুমন্ত অবস্থায় বাংলার পরিযায়ী শ্রমিককে হাতুড়ি মেরে খুন, গ্রেফতার সহকর্মী

Migrant worker murder: মুম্বইয়ে ঘুমন্ত অবস্থায় বাংলার পরিযায়ী শ্রমিককে হাতুড়ি মেরে খুন, গ্রেফতার সহকর্মী

মুম্বইয়ে ঘুমন্ত অবস্থায় পরিযায়ী শ্রমিককে হাতুড়ি মেরে খুন, গ্রেফতার সহকর্মী

আবদুর রহমান মুম্বইয়ের কালিয়ন এলাকায় গত তিন মাস ধরে কাজ করছিলেন। তিনি পেশায় রাজমিস্ত্রি। তিনমাস আগে সেখানে কাজে গিয়েছিলেন। কালিয়নের একটি আবাসনের ঘরে তিন সহকর্মী মিলে ঘুমোচ্ছিলেন। সেই সময় এক সহকর্মী ঘুমন্ত অবস্থাতেই তাঁর মাথায় বেশ কয়েকবার হাতুড়ি দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। 

ফের ভিন রাজ্যে খুন মালদার পরিযায়ী শ্রমিককে খুন। সম্প্রতি রাজস্থানের জয়পুরে মালদার এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছিল। আর এবার মুম্বইয়ে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে মেরে এক পরিযায়ী শ্রমিককে খুন করার অভিযোগ উঠল। নিহত পরিযায়ী শ্রমিকের নাম আবদুর রহমান (৩৭)। তিনিও মালদার বাসিন্দা। তাঁর বাড়ি মালদার কালিয়াচকে। ঘুমন্ত অবস্থাতেই তার এক সহকর্মী তাঁকে হাতুড়ি মেরে খুন করে বলে অভিযোগ। এমন খবর জানতে পেরে কান্নায় ভেঙে পড়েছে আবদুর রহমানের পরিবার।

আরও পড়ুন: হরিয়ানায় বাংলার শ্রমিকের হত্যাকে ‘গণপিটুনি বলা ঠিক নয়’, বললেন CM নায়াব সাইনি

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আবদুর রহমান মুম্বইয়ের কালিয়ন এলাকায় গত তিন মাস ধরে কাজ করছিলেন। তিনি পেশায় রাজমিস্ত্রি। তিনমাস আগে সেখানে কাজে গিয়েছিলেন। কালিয়নের একটি আবাসনের ঘরে তিন সহকর্মী মিলে ঘুমোচ্ছিলেন। সেই সময় এক সহকর্মী ঘুমন্ত অবস্থাতেই তাঁর মাথায় বেশ কয়েকবার হাতুড়ি দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। 

এদিকে, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। ধৃতের নাম শেখ সালিম। জানা গিয়েছে, আবদুরের পরিবারকে তাঁর মৃত্যুর খবর জানান তাঁর অন্য এক সহকর্মী। তা জানার পরে কান্নায় ভেঙে পড়েন আবদুরের পরিবারের সদস্যরা। মৃতের স্ত্রী হাজেরা বিবি জানান, আবদুরের সহকর্মী ফোন করে জানান তাঁকে মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুন করা হয়েছে। 

যদিও আবদুর রহমানকে খুনের কারণ নিয়ে এখনও স্পষ্ট নয় পুলিশ। সেক্ষেত্রে ব্যক্তিগত কোনও শত্রুতা থাকতে পারে বলে পুলিশের অনুমান। পুরো বিষয় খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। হাজেরা বিবি জানান, কেন তার স্বামীকে মেরে ফেলা তা তিনি যা বুঝতে পারছেন না  ঘটনায় দোষীর অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। দোষীর ফাঁসির দাবি জানান তিনি। 

আবদুরের একমাত্র মেয়ে রাইহানা খাতুন এখন সপ্তম শ্রেণির পড়ুয়া। স্বাভাবিকভাবেই একমাত্র উপার্জনকারী ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারের সদস্যদের মধ্যে। উল্লেখ্য, সম্প্রতি রাজস্থানের জয়পুরে মালদার হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়। তাঁর নাম মতি আলি। তিনি ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েত এলাকার মিসকিনপুরের বাসিন্দা। এবার মুম্বইয়ে খুন হলেন মালদার আরও এক পরিযায়ী শ্রমিক।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে… নবরাত্রির মহাষ্টমীতে হয় মহাগৌরীর আরাধনা, জেনে নিন এই দিনের বিশেষ নৈবেদ্য পরমাণু অস্ত্র বর্জন করতে রাজি করিয়েছিলেন তিন দেশকে... দাবি ট্রাম্পের উৎসবে ‘না’, বাইরে বা বেরোলেও বাড়িতে কীভাবে পুজো কাটাচ্ছেন সোহিনী ভিডিয়ো-ভারতের গলি ক্রিকেটের চিত্র অস্ট্রেলিয়ার শিল্ডে! ঝোপে ঢুকে বল খুঁজলেন লিয়ঁ আরজি করে রক্তমাখা গ্লাভস! উঠল চাঞ্চল্যকর অভিযোগ, ছড়িয়েছে আতঙ্ক রাত পোহালেই মহাষ্টমী, প্রিয়জনকে জানান এই পুণ্যলগ্নের শুভেচ্ছা কাজলকে জাপটে ধরে চুমু জয়ার,সপ্তমীর সন্ধ্যায় মুখোপাধ্যায়দের পুজোয় হাজির রণবীর দিল্লিতে বাজেয়াপ্ত ২,০০০ কোটি টাকার কোকেন, ভারত-দুবাই-লন্ডনে ছড়িয়ে পাচারের জাল!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.