আফগান সীমান্তের কাছে পাকিস্তানি সেনার উপর জঙ্গি হামলা। অন্তত ১৬জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে এই হামলায়। পাঁচজন পাক সেনা জখম হয়েছেন। আফগান সীমান্তের কাছে সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকিন এলাকায় এই ঘটনা। সীমান্ত থেকে প্রায় ৪০ কিমি দূরে এই ভয়াবহ হামলা।
সংবাদ সংস্থা এএফপি ঘটনার বিবরণ দিয়েছেন দুজন ইনটেলিজেন্স অফিসার। তারা জানিয়েছেন, অন্তত ৩০জন জঙ্গি সেই সেনার ঘাঁটিতে হামলা চালায়। প্রায় দু ঘণ্টা ধরে এই হামলা চলে। জঙ্গিরা ওয়ারলেস যোগাযোগ সিস্টেমে আগুন ধরিয়ে দেয়। আরও যা নথিপত্র ছিল সব জ্বালিয়ে দেয়। এদিকে পাকিস্তানি তালিবান এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি সংগঠনের সিনিয়র কমান্ডারকে হত্যা করা হয়েছিল। তারই বদলা হল এবার।
এদিকে ওই জঙ্গিরা সেনাদের একাধিক অস্ত্রকে নিজেদের কব্জায় নিয়ে নিয়েছে। তার মধ্যে মেশিন গান, নাইট ভিশন প্রযুক্তিও রয়েছে।
এদিকে গত বছর মে মাসে পাক সেনার উপর জঙ্গি হামলা হয়েছিল। সেই ঘটনায় জড়িত সন্দেহে ২৫জনকে দুই থেকে ১০ বছর পর্যন্ত কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার পাক সেনার মিডিয়া শাখার পক্ষ থেকে একথা জানানো হয়েছিল।
এদিকে ২০২১ সালে আফগানিস্তান দখল করেছিল তালিবান। তারপর থেকেই ধাপে ধাপে পাক সেনার উপর জঙ্গি হামলা বাড়তে থাকে। এদিকে কর্তৃপক্ষের দাবি কাবুল প্রশাসন এই জঙ্গিদের মোকাবিলায় ঠিকঠাক করে কাজ করে না। সেকারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে আফগানিস্তানের তরফ থেকে অবশ্য দাবি করা হয় যে সমস্ত বিদেশি জঙ্গি গোষ্ঠীকে তাদের দেশ থেকে তাড়ানো হচ্ছে।
এদিকে একের পর এক জঙ্গি কার্যকলাপের জেরে ইসলামাবাদ আর কাবুলের মধ্যে সম্পর্কের ক্রমশ অবনতি হতে শুরু করেছে। এবার ফের জঙ্গি হামলা পাক সেনার উপর। অন্তত ১৬জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে এই হামলায়। পাঁচজন পাক সেনা জখম হয়েছেন।
তবে শুধু হামলা চালিয়েই বদলা নিয়েছে জঙ্গিরা সেটাই নয়। তারা সেনা ছাউনিতে আগুনও ধরিয়ে দেয়। প্রায় দু ঘণ্টা ধরে এই হামলা চলে। জঙ্গিরা ওয়ারলেস যোগাযোগ সিস্টেমে আগুন ধরিয়ে দেয়। আরও যা নথিপত্র ছিল সব জ্বালিয়ে দেয়।
একাধিক অস্ত্রও তারা নিয়ে নিয়েছে। এবার পাকিস্তানের তরফে পালটা কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটাও দেখার।