জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে গুলির লড়াইয়ে চার জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। এখনও অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এক পুলিশ আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, শোপিয়ানের পিঞ্জোরা এলাকায় জঙ্গিদের গতিবিধির নির্দিষ্ট খবর পেয়ে রবিবার গভীর রাতে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেই সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে চার জঙ্গিকে খতম করা হয়েছে। এখনও অভিযান চলছে।
কাশ্মীর জোন পুলিশের তরফে একটি টুইটবার্তায় বলা হয়েছে, 'চারজন অজ্ঞাতপরিচয় জঙ্গিকে খতম করা হয়েছে। অভিযান চলছে। আরও খবর জানানো হবে।'
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় শোপিয়ানে এটি দ্বিতীয় এনকাউন্টারের ঘটনা। রবিবার দক্ষিণ কাশ্মীরের জেলার রেবান এলাকায় ১২ ঘণ্টার গুলির লড়াইয়ে পাঁচ হিজবুল মুজাহিদিন জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তা বাহিনী। তার রেশ কাটতে না কাটতেই আরও চার জঙ্গিকে খতম করা হল।