প্রকৃত নিয়ন্ত্রণরেখার বিভিন্ন এলাকা থেকে কি সেনা সরে যাচ্ছে? প্রতিরক্ষা সূত্রকে উল্লেখ করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ২৮-২৯ অক্টোবরের মধ্যে ভারত ও চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কিছু এলাকায় সেনা সরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এএনআই রিপোর্ট অনুসারে জানা গিয়েছে গোটা বিষয়টি। এদিকে দুই দেশের মধ্য়ে সম্পর্কের অবনতি হয়েছিল আগেই। সীমান্তে ২০২০ সালে দুই দেশের সেনার মধ্য়ে একটি সংঘর্ষের ঘটনা হয়েছিল। তারা জেরে মৃত্যুর ঘটনাও হয়েছিল। তারপর বর্তমানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরিয়ে নেওয়ার আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এএনআই সূত্রে খবর, সেনা সূত্র জানিয়েছে, ডেপসাং ও ডেমচকের ক্ষেত্রে এই নতুন চুক্তি কার্যকরী হবে। এটা অন্য কোনও জায়গার জন্য প্রযোজ্য নয়। ২০২০ সালের এপ্রিল মাসের আগে যে ধরনের পরিস্থিতি ছিল সেরকম পরিস্থিতি ফের তৈরি হতে পারে। ২০২০ সালের এপ্রিল মাস পর্যন্ত যে সমস্ত জায়গায় টহলদারি করা হত সেই পর্যন্ত টহলদারি হতে পারে এবার।
সেনা সূত্র জানিয়েছে, গ্রাউন্ড কমান্ডারদের মধ্যে মিটিং নিয়মিত চলছে। পেট্রলিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট বাহিনীকে নিয়োজিত করা হচ্ছে। আমরা যে কোনও ধরনের মিস কমিউনিকেশনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। যে কোনও ধরনের অস্থায়ী পরিকাঠামো যেমন ছাউনি, তাঁবু, সেনার অস্থায়ী কাঠামো সরিয়ে ফেলা হবে। দুই পক্ষই গোটা এলাকার উপর নজর রাখবে। এপ্রিল ২০২০ সালের আগে ডেপসাং ও ডেমচক এই পয়েন্ট পর্যন্ট টহলদারি চলত।
এদিকে সাম্প্রতিক সীমান্ত চুক্তির বিষয়টি ঘোষণা করেছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি জানিয়েছিলেন কূটনৈতিক ও সামরিক বোঝাপড়া গত কয়েক সপ্তাহ ধরেই চলছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিশেষত ডেপসাং সমতল এলাকা ও ডেমচক এলাকায় এই পেট্রলিং চলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই চুক্তির আওতায় একদিকে যেমন টহলদারির বিষয়টি রয়েছে। তেমনি এই চুক্তির আওতায় পশু পালনের অধিকার রক্ষার বিষয়টিও রয়েছে। যেটা ২০২০ সালের মে মাসের আগে পর্যন্ত ছিল ওই সব পয়েন্টে।
এদিকে এই চুক্তিকে ভারত ও চিনের সীমান্ত বরাবর পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে একটা অন্যতম পদক্ষেপ বলে মনে করা হয়। এদিকে ২০২০ সালের পর থেকে সীমান্ত সংঘর্ষের জেরে এই পরিস্থিতির বিঘ্ন হয়েছিল। এবার ফের স্বাভাবিক হতে পারে সেই পরিস্থিতি। কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে এবার।