আরও এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল দেশ। এবার ঘটনাস্থল উত্তর প্রদেশ। উত্তর প্রদেশের কনৌজে এক নাবালিকার দেহ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে, নাবালিকা ছিল নিখোঁজ। শেষমেশ তাকে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ যখন সেই নাবালিকাকে উদ্ধার করেছে, তখন তার চোখ খুবলে নেওয়া ছিল বলে জানা যায়।
কেবল যে চোখ উপড়ে নেওয়া হয়েছে, তা নয়। নৃশংসতার আরও এক চিহ্ন ও নাবালিকার শরীরে দেখা গিয়েছে। তার গোপনাঙ্গে আঘাতের দাগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, ৭ বছর বয়সী ওই নাবালিকা তিন দিন ধরে নিখোঁজ ছিল। একটি বিয়েবাড়ি থেকে সে নিখোঁজ হয়। তিন দিন ধরে তাকে খুঁজেও শেষমেশ পাওয়া যায় একটি মাঠে। সেখানে নগ্ন অবস্থায় ওই ছোট্ট শিশুর দেহ পড়ে থাকতে দেখা যায়। ততক্ষণে তার চোখ খুবলে ফেলা হয়েছে। দেহের গোপনাঙ্গে রয়েছে আঘাতের দাগ। কনৌজের তালগ্রামের মাঠে তখন শিশুর নিথর দেহ ঘিরে কান্না ও আর্তনাদের সুর। জানা গিয়েছে, গত ৪ মে তার তুতো দিদির বিয়েতে গিয়েছিল ওই ছোট্ট মেয়েটি। বিয়ের রাত থেকেই নিখোঁজ হয় সে।
( লক্ষ্য শেয়ার মার্কেটে লগ্নি, প্লাস্টিকের বন্দুক ঠেকিয়ে সোনার দোকান লুঠ কিশোরের)
( GPS দেখে গাড়ি চালাতে গিয়ে সোজা জলাশয়ে ঢুকে গেলেন মহিলা! আজব কাণ্ড দেখুন Video)
পুলিশ জানাচ্ছে, পরিবারের অভিযোগ, ওই নাবালিকাকে আগে ধর্ষণ করা হয়েছে, পরে তাকে খুন করা হয়েছে। আপাতত দেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশের চারটি দল। চলছে অভিযুক্তের খোঁজ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup