বাংলা নিউজ > ঘরে বাইরে > Minor Girl Raped by Cousin: ৩ বন্ধুকে নিয়ে খুড়তুতো বোনকে মাসের পর মাস ধর্ষণ যুবকের! ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল

Minor Girl Raped by Cousin: ৩ বন্ধুকে নিয়ে খুড়তুতো বোনকে মাসের পর মাস ধর্ষণ যুবকের! ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল

নাবালিকাকে ধর্ষণ তারই খুড়তুতো দাদার। প্রতীকি ছবি

নাবালিকাকে মাসের পর মাস ধর্ষণ তারই খুড়তুতো দাদার। আপত্তিকর ছবি এবং ভিডিয়ো দেখিয়ে নাবালিকাকে ব্ল্যাকমেল করত সেই অভিযুক্ত।

১৪ বছর বয়সি খুড়তুতো বোনকে মাসের পর মাস ধর্ষণ করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমেরে। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ধর্ষণের ভিডিয়ো করে রাখে। পরে সেই ভিডিয়ো দেখে নিজের বোনকে ব্ল্যাকমেল করে বারংবার ধর্ষণ করে। নিজের তিন বন্ধুর সঙ্গেও যৌন সঙ্গমে বোনকে বাধ্য করে সেই যুবক। শেষ পর্যন্ত এই নির্যাতন আর সহ্য করতে না পেরে নিজের বাবাকে পুরো বিষয়টি খুলে বলে সেই নির্যাতিতা নাবালিকা।

মেয়ের মুখে খুড়তুতো দাদার কীর্তি শুনে তার বাবা পুলিশে অভিযোগ দায়ের করে। বারমের পুলিশ জানিয়েছে যে চার অভিযুক্ত পলাতক রয়েছে এবং তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। চোহতানের সার্কেল অফিসার ধর্মেন্দ্র ডাউকিয়া জানিয়েছেন, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন এবং ভারতীয় দণ্ডবিধির গণধর্ষণের বিধানের অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে চার অভিযুক্তের বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে ন্যূনতম ২০ বছরের কারাদণ্ড হতে পারে এই চারজনের।

মেয়েটির বাবার দায়ের করা অভিযোগে বলা হয়েছে, প্রায় পাঁচ মাস আগে গ্রামে তাদের গবাদি পশু নিয়ে যাওয়ার সময় তার খুড়তুতো ভাই প্রথমবার তার মেয়েকে ধর্ষণ করে। সেই ঘটনার ভিডিয়ো ক্লিপও তৈরি করে সে। তার মেয়ের আপত্তিকর ছবিও তুলে রাখে। পসে সেগুলি সেই যুবক তার বন্ধুদের দেখায়। এরপর সেই ভিডিয়ো এবং ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে এরপর বারংবার খুড়তুতো ভাই এবং তার তিন বন্ধু নির্যাতিতা নাবালিকাকে ধর্ষণ করে। নির্যাতিতার বাবা পুলিশকে বলেছেন যে তিনি তার মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ্য করছিলেন। একদিন তাকে বিষয়টি সম্পর্কে খোলাখুলি কথা বলার জন্য বলেন তিনি। তখন তার মেয়ে তাকে পুরো বিষয়টি বলে। বিগত পাঁচ মাস ধরে এই নির্যাতনের শিকার হচ্ছে সেই নাবালিকা।

বন্ধ করুন