পার্কে কুকুর নিয়ে হাঁটার সময় ৮০ বছরের এক ভারতীয় বংশোদ্ভুত বৃদ্ধকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। আর এই অভিযোগ উঠেছে ১২ থেকে ১৪ বছর বয়সি ৫ স্কুল পড়ুয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লন্ডনের কাছে ব্রাউনস্টোন টাউনের ফ্রাঙ্কলিন পার্কে। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই বৃদ্ধকে মেরে ফেলার অভিযোগে ওই পাঁচ নাবালক ও নাবালিকাকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। ভারতীয় বংশোদ্ভূত ওই বৃদ্ধ ঘাড়ে ও পিঠে গুরুতর চোট পেয়ে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে । মৃতের নাম ভীম সেন কোহলি। অভিযুক্তদের মধ্যে রয়েছে ২ নাবালক ও ৩ জন নাবালিকা।
আরও পড়ুন: কাটা হাত, ব্যারিকেডে ঝোলানো দেহ, কৃষকদের বিক্ষোভস্থল থেকে উদ্ধার ব্যক্তির দেহ
লেস্টারশায়ার পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় কোহলি বাবু বাড়ি থেকে মাত্র ৩০ সেকেন্ডের দূরত্বে রাস্তায় কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় ওই নাবালক-নাবালিকারা মিলে তাঁর ওপর হামলা চালায়।
তারা বৃদ্ধকে নির্মমভাবে মারধর করে। কিল, ঘুষি, লাথি মারার পর সেখান থেকে পালিয়ে যায়। বৃদ্ধ তখন চিৎকার চেঁচামেচি করতে থাকেন। হামলার পর তিনি একটি গাছের নিচে পড়ে যান। তখন তাঁর মেয়ে সেখানে ছুটে যান। দ্রুততার সঙ্গে ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধের মেয়ে জানান, তিনি সেখানে ৪০ বছর ধরে বসবাস করছেন।
ভারতীয় বংশোদ্ভূত কোহলির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রতিবেশীরা। তারা জানান, কোহলি একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি মানুষ সাহায্যের জন্য সব সময় এগিয়ে থাকতেন। ৭০ বছর বয়সি প্রতিবেশী দীপ সিং কালিয়া ৩০ বছরেরও বেশি সময় ধরে কোহলিকে চেনেন। তিনি বলেন, ’আমরা দুজনেই পঞ্জাবের বাসিন্দা। তিনি কুকুর ভালোবাসতেন এবং পরিবারকে ভালোবাসতেন।’ জানা গিয়েছে, কোহলি বাবু তিনি একটি কারখানার মালিক ছিলেন। এর আগে তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। এখন এই মামলাটি ইন্ডিপেন্ডেন্ট অফিসে (আইপিওসি) পাঠিয়েছে পুলিশ। গোয়েন্দা আধিকারিক এমা ম্যাটস জানিয়েছেন, এই ঘটনায় খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই নাবালক নাবালিকারা কিছু অসামাজিক কাজের সঙ্গে ছিল। তার প্রতিবাদ করেছিলেন ওই বৃদ্ধ। তার বদলা নিতেই এই খুন হতে পারে।