ফের ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান! এবারের ঘটনাস্থল মধ্যপ্রদেশের শিবপুরী এলাকার নিকটবর্তী একটি স্থান। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তাদের একটি মিরাজ ২০০০ ফাইটার এয়ারক্রাফ্ট ভেঙে পড়ে।
প্রাথমিকভাবে জানানো হয়েছে, 'প্রযুক্তিগত ত্রুটি'র কারণেই ভেঙে পড়ে ফরাসী সংস্থার তৈরি ওই যুদ্ধবিমানটি। তব, কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা সবিস্তারে জানতে কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে, স্বস্তির বিষয় হল, এদিনের এই দুর্ঘটনায় কারও প্রাণহানি হয়নি। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, বিমানটি মাটিতে ভেঙে পড়ার আগেই তাতে সওয়ার দুই পাইলট সুরক্ষিতভাবে বিমান থেকে বেরিয়ে আসতে সমর্থ হন। জানা গিয়েছে, রুটিন প্রশিক্ষণ চলাকালীনই এদিন এই অঘটন ঘটে যায়।
প্রসঙ্গত, ফরাসী প্রযুক্তিতে তৈরি মিরাজ ২০০০ ফাইটার এয়ারক্রাফ্ট ভারতীয় বায়ুসেনার একটি অত্যন্ত নির্ভরযোগ্য ও শক্তিশালী সামরিক উপাদান। সাম্প্রতিককালে এই বিমান চর্চায় এসেছিল ২০১৯ সালে।
সে বছরের ২৬ ফেব্রুয়ারি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বালাকোটে আকাশপথে অভিযান চালায় ভারত। লক্ষ্য ছিল, বালাকোটে সন্ত্রাসবাসীদের শিবিরগুলি গুঁড়িয়ে দেওয়া। সেই অভিযানে চূড়ান্ত সফল হয়েছিল ভারতীয় বায়ুসেনা। সেই সাফল্যের অন্যতম অংশীদার ছিল এই মিরাজ ২০০০ ফাইটার এয়ারক্রাফ্ট।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় এক ভয়াবহ জঙ্গি হামলা চালানো হয়। সন্ত্রাসবাদীরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একটি কনভয়ে প্রাণঘাতী হামলা চালায়। তাতে ৪০ জন নিরাপত্তাকর্মী শহিদ হন।
এই ভয়াবহ হামলা চালানো হয়েছিল সীমান্তের ওপার থেকে। পাক মদতপুষ্ট জইশ জঙ্গিরা এই ন্যক্কারজনক কাজ করেছিল। তার জবাব দিতেই বালাকোটে জইশের ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। এবং সফল হয় দেশের বায়ুসেনা।
তথ্য বলছে, এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হাতে প্রায় ৫০টি মিরাজ ২০০০ ফাইটার এয়ারক্রাফ্ট রয়েছে। প্রায় বছর দুয়েক আগে ভারতীয় বায়ুসেনার দু'টি যুদ্ধবিমান ভেঙে পড়েছিল।
সেবারও দুর্ঘটনার শিকার যুদ্ধবিমানগুলির মধ্য়ে একটি মিরাজ ২০০০ ফাইটার এয়ারক্রাফ্ট ছিল। অন্য যে যুদ্ধবিমানটি দুর্ঘটনার কবলে পড়ে, সেটি ছিল একটি সুখোই-৩০। সেই দুর্ঘটনাটি অত্যন্ত বিরল একটি ঘটনা ছিল।
কারণ, মাঝ-আকাশেই ওই দু'টি বিমানের মধ্যে ধাক্কা লাগে। সেই সংঘর্ষে ভারতীয় বায়ুসেনার একজন শীর্ষস্থানীয় কমব্যাট পাইলটেরও প্রাণ যায়। সেই ঘটনাটিও ঘটে মধ্যপ্রদেশে। সেবার গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণমূলক উড়ান শুরু করার পরই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় বিমান দু'টি।