বাংলা নিউজ > ঘরে বাইরে > Miranda House Viral Video: দেওয়াল টপকে মেয়েদের কলেজে ঢুকে অশালীন আচরণ যুবকদের, ভাইরাল ভিডিয়ো

Miranda House Viral Video: দেওয়াল টপকে মেয়েদের কলেজে ঢুকে অশালীন আচরণ যুবকদের, ভাইরাল ভিডিয়ো

দেওয়াল টপকে মেয়েদের কলেজে ঢুকে অশালীন আচরণ যুবকদের (ছবি - টুইটার)

দিল্লির মিরান্ডা হাউজ কলেজে শুক্রবারে অনুষ্ঠিত হয়েছিল দিওয়ালির অনুষ্ঠান। সেদিন কয়েকজন কলেজ ক্যাম্পাসের দেওয়াল বেয়ে ভিতরে ঢোকে।

দিল্লির প্রসিদ্ধ মিরান্ডা হাউজ কলেজের দেওয়াল টপকে ঢুকে পড়ল বহিরাগতরা। উল্লেখ্য, মিরান্ডা হাউজ মেয়েদের কলেজ। সেই কলেজেই দেওয়াল টপকে ঢউকতে দেখা গেল বেশ কিছু যুবককে। শুধু তাই নয়, কলেজে ঢুকে অশালীন আচরণ করারও অভিযোগ উঠেছে। মেয়েদের কলেজে যুবকদের এভাবে ঢুকে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। জানা যায়, এই ঘটনাটি ঘটে গত শুক্রবার।

জানা গিয়েছে দিল্লির মিরান্ডা হাউজ কলেজে শুক্রবারে অনুষ্ঠিত হয়েছিল দিওয়ালির অনুষ্ঠান। সেদিন কয়েকজন কলেজ ক্যাম্পাসের দেওয়াল বেয়ে ভিতরে ঢোকে। পড়ুয়াদের অভিযোগ, কলেজের কেউ ছিল না সেই অনুপ্রবেশকারীরা। মেয়েদের কলেজে এভাবে পুরুষরা ঢুকে পড়ায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায়। এদিকে অভিযোগ ওঠে, কলেজে ঢুকে পড়া বহিরাগতরা অশালীন স্লোগান তোলে। টুইটারে এক ছাত্রীদাবি করেছেন যে, তাঁরা শুক্রবারের অনুষ্ঠান চলাকালীন‘ক্যাটকলিং এবং যৌন বিদ্বেষমূলক স্লোগানের শিকার হন।’অপর এক শিক্ষার্থীর অভিযোগ, বাইরে থেকে আসা অনেকে ক্লাসরুমেও ঢুকে গিয়ে অশালীন আচরণ করে।

পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) সাগর সিং কালসি জানান, গত১৪অক্টোবর কলেজেদিওয়ালির অনুষ্ঠান ছিল। এতে কলেজের সব শিক্ষার্থীকে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই ভেতরে ভিড় বাড়তে থাকে। এসময় কলেজ প্রশাসনকে সামনের গেট বন্ধ করে দিতে হয়েছিল। এরপরই কয়েকজনশিক্ষার্থী গাছ বেয়ে দেওয়ালে উঠে দিওয়ালি মেলা দেখতে ভতরে ঢোকার চেষ্টাকরে। তাদের থামানো হয়। শেষ পর্যন্ত কলেজে দিপাবলীর অনুষ্ঠানটিশান্তিপূর্ণভাবেই শেষ হয়।

বন্ধ করুন