রাতের অন্ধকারে ব্রিটেনের একটি মসজিদে আগুন লাগানোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।সেই সময় মসজিদ কমিটির সভাপতি-সহ একজন দু'জন মসজিদের ভেতরেই ছিলেন। ব্রিটেন পুলিশ এই ঘটনাকে সন্দেহজনক ঘৃণামূলক অপরাধ হিসেবে বিবেচনা করছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন-পতাকা হাতে প্যারেড! ইজরায়েলের হাতে নিগৃহীত গ্রেটা থুনবার্গরা, বিস্ফোরক তথ্য প্রকাশ্যে
সিএনএন-র প্রতিবেদন অনুসারে, ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে ব্রাইটনের কাছে পূর্ব সাসেক্সের পিসহ্যাভেন শহরের একটি মসজিদে শনিবার গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মসজিদের একজন স্বেচ্ছাসেবক জানিয়েছেন, মুখ ঢাকা টুপি পরা দুই ব্যক্তি মসজিদের দরজা ভাঙার চেষ্টা করে এবং সিঁড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অবশ্য এই ঘটনায় কেউ আহত হননি। মসজিদের আরেক স্বেচ্ছাসেবক বিবিসিকে বলেন, 'এটি হত্যাকাণ্ড হতে পারে।' আগুন লাগানোর পর তিনি দুই ব্যক্তিকে পালিয়ে যেতেও দেখেছেন। অন্যদিকে সাসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে কেউ আহত না হলেও, মসজিদের সামনের প্রবেশপথ এবং বাইরে পার্ক করা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট ক্যারি বোহনা বলেন, 'আমরা বুঝতে পারছি এই ঘটনার জেরে মুসলিম সম্প্রদায়ের উপর কী প্রভাব পড়বে।' পুলিশ এই ঘটনাকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে।প্রায় চার বছর আগে প্রতিষ্ঠিত ছোট এই মসজিদটিতে প্রতিদিন ১০ থেকে ১৫ জন নিয়মিত নামাজ পড়তেন।লিবারেল ডেমোক্র্যাট এমপি জেমস ম্যাকক্লিয়ারি এক্স-এ লিখেছেন, ‘পিসহ্যাভেনের মসজিদে আগুন লাগার খবরটি ভয়াবহ। এটি আমার নির্বাচনী এলাকার বাসিন্দারা ব্যবহার করেন এবং এটি স্থানীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অংশ।’ সম্প্রতি ম্যানচেস্টার শহরে ইহুদি উপাসনালয় সিনাগগে হওয়া হামলার প্রতিশোধে এমন কাণ্ড ঘটানো হতে পারে। ওই হামলার ঘটনায় দুই ইহুদি নিহত এবং তিন জন আহত হয়। ঘটনার জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন-পতাকা হাতে প্যারেড! ইজরায়েলের হাতে নিগৃহীত গ্রেটা থুনবার্গরা, বিস্ফোরক তথ্য প্রকাশ্যে
বিট্রেনে পর পর উপাসনালয়ে হামলার ঘটনায় আতঙ্ক বাড়ছে। এর আগে গত বৃহস্পতিবার উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ম্যানচেস্টারে ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনালয় সিনাগগে হামলায় দুই জন ইহুদি নিহত হয়। তবে শুক্রবার ব্রিটিশ পুলিশ জানিয়েছে, হামলায় নিহত এক ব্যক্তিকে তারা গুলি করেছে। এছাড়া হামলা থেকে বেঁচে যাওয়া আহত আরেক ভুক্তভোগীকেও গুলি করে তারা। এর আগে ইহুদিদের পবিত্রতম ইয়ম কিপ্পুরের দিনে ম্যানচেস্টারের হিটন পার্কে তাদের উপাসনালয় সিনাগগের বাইরে পথচারীদের উপর গাড়ি চালিয়ে দেয় হামলাকারী সিরিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জিহাদ আল-শামি। এরপর ওই ব্যক্তি পথচারীদের উপর ছুরি নিয়ে হামলা করে। এই হামলার ফলে অ্যাড্রিয়ান ডলবি (৫৩) এবং মেলভিন ক্রাভিটজ (৬৬) নামে দুই ইহুদি নিহত হন। পরে পুলিশের গুলিতে প্রাণ হারান হামলাকারীও। গ্রেটার ম্যানচেস্টার পুলিশের প্রধান কনস্টেবল স্টিভ ওয়াটসন বলেছেন, ‘ঘটনাস্থলে অফিসারদের গুলিতে নিহত হামলাকারীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল না, যদিও নিহত ভুক্তভোগীদের মধ্যেও একজন গুলিবিদ্ধ হয়েছেন।’ এদিকে, ইহুদিদের নিরাপত্তায় ও ইহুদি-বিদ্বেষ মোকাবেলায় তাদের প্রচেষ্টা দ্বিগুণ করার অঙ্গীকার করেছে ব্রিটিশ সরকার। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার হামলার স্থান পরিদর্শন করে পুলিশ এবং অ্যাম্বুলেন্স কর্মীদের সঙ্গে কথা বলেছেন।