বাংলা নিউজ > ঘরে বাইরে > Mithun's Jimmy Jimmy Song Trending in China: লকডাউনে তিতিবিরক্ত হয়ে মিঠুন চক্রবর্তীর ‘জিমি জিমি’র সুরে প্রতিবাদ চিনাদের!

Mithun's Jimmy Jimmy Song Trending in China: লকডাউনে তিতিবিরক্ত হয়ে মিঠুন চক্রবর্তীর ‘জিমি জিমি’র সুরে প্রতিবাদ চিনাদের!

চিনে ‘ট্রেন্ড’ করছে মিঠুন চক্রবর্তীর ‘ডিস্কো ডান্সার’ সিনেমার গান ‘জিমি জিমি’। (ছবি - লাইভহিন্দুস্তান)

চিনে ‘ট্রেন্ড’ করছে মিঠুন চক্রবর্তীর ‘ডিস্কো ডান্সার’ সিনেমার গান ‘জিমি জিমি’।

১৯৮২ সালে মিঠুন চক্রবর্তীর সিনেমা ‘ডিস্কো ডান্সার’ সিনেমার বিখ্যাত ‘জিমি জিমি’ গানই এখন প্রতিবাদের গান হয়ে দাঁড়িয়েছে চিনাদের জন্য। বাপ্পী লাহিড়ির সুরে এখন ম্যান্ডারিন ভাষায় কথা বসিয়ে প্রতিবাদের সুর চড়াচ্ছে চিনা নেটিজেনারা। উল্লেখ্য, কোভিড বিধিনিষেধে তিতিবিরক্ত হয়েই এই পথ বেছে নিয়েছে চিনা যুব সমাজ। চিনা সামাজিক মাধ্যমে রীতিমতো ‘ট্রেন্ডিং’ এই গান। ডিস্কো ডান্সার সিনেমায় এই গানটি গেয়েছিলেন পার্বতী খান।

ম্যান্ডারিন ভাষার গানটির অনুবাদ করলে বাংলায় মোটামুটি দাঁড়ায় – ‘আমায় কে ভাত দেবে? ভাতের জন্য আমাকে বাইরে বেরোতেই হবে। আমার বাড়িতে ভাত শেষ। আমাকে বেশি ভাত দিতে হবে না। আমার বাড়িতে কয়েকজন মাত্র সদস্য।’ প্রসঙ্গত, চিনের ‘জিরো কোভিড’ নীতির বিরোধিতায় এই গান গাওয়া হচ্ছে। এবং চিনে ক্রমেই তা ছড়িয়ে পড়ছে। কোভিডের কারণে আরোপিত বিধিনিষেধ বন্ধ করার দাবি জানানো হচ্ছে এই গানের মাধ্যমে। 

চিনা সরকারের লকডাউনের কড়াকড়ি এমন পর্যায়ে পৌঁছেছে যে অ্যাপলের সর্ববৃহৎ কারখানা থেকে বেড়া ডিঙিয়ে পালাচ্ছেন কর্মীরা। হেনান প্রদেশের ঝেংঝউতে ফক্সকন পরিচালিত কারখানাতেই অ্যাপলের সবচেয়ে বেশি আইফোন তৈরি হয়। এই কারখানায় লক্ষাধিক মানুষ কাজ করেন। চিনের বিভিন্ন এলাকা থেকে গিয়ে সেখানে কাজ করেন অনেকেই। তবে কারখানার কয়েকজন কর্মী কোভিড আক্রান্ত হতেই আতঙ্কে পালাচ্ছেন অন্যরা। এই ঘটনার ভিডিয়োও ভাইরাল হয়েছিল সম্প্রতি। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে আইফোনের সরবরাহ ধাক্কা খেতে পারে। এদিকে ফক্সকন জানিয়েছে, কোনও কর্মীকেই তারা কারখানা ছাড়তে বাধা দেবে না।

 

 

বন্ধ করুন