বাংলা নিউজ > ঘরে বাইরে > Mizoram Stone Quarry Collapse: ধসের জেরে মিজোরামের পাথর খাদানে মৃত্যু ৮ শ্রমিকের, এখনও নিখোঁজ ৪

Mizoram Stone Quarry Collapse: ধসের জেরে মিজোরামের পাথর খাদানে মৃত্যু ৮ শ্রমিকের, এখনও নিখোঁজ ৪

ধসের জেরে মিজোরামের পাথর খাদানে মৃত্যু ৮ শ্রমিকের

হানথিয়াল জেলার ডেপুটি কমিশনার লালরেমসাঙ্গা বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চারজন ব্যক্তি এখনও নিখোঁজ এবং তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তা যাচাই করার জন্য আমাদের রেকর্ড পরীক্ষা করতে হবে।’

সোমবার মিজোরামের এক পাথর খাদানে ধস নেমে চাপা পড়েছিলেন ১২ জন শ্রমিক। তাঁদের মধ্যে ৮ জনের মৃতদেহ উদ্ধার করল বিএসএফ-এর উদ্ধারকারী দল। জানা গিয়েছে, এখনও ৪ জন শ্রমিক নিখোঁজ। নিখোঁজ ৪ জন শ্রমিকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এখনও। এদিকে হানথিয়াল জেলার ডেপুটি কমিশনার লালরেমসাঙ্গা বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চারজন ব্যক্তি এখনও নিখোঁজ এবং তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তা যাচাই করার জন্য আমাদের রেকর্ড পরীক্ষা করতে হবে।’

জানা গিয়েছে, বিএসএফ-এর পাশাপাশি তল্লাশি অভিযানে অংশ নিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অসম রাইফেলসের একটি দলও। ধস পরবর্তী উদ্ধার অভিযান নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘ময়নাতদন্তের পর লাশ শনাক্ত করা হবে। তল্লাশি অভিযান এখনও চলছে এবং নিখোঁজ শ্রমিকদের খুঁজে না পাওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, আইজল শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে হানথিয়াল জেলায় পাথর খাদানে দুর্ঘটনাটি ঘটে গতকাল। জানা যায়, শ্রমিকরা মধ্যাহ্নভোজ সেরে এসে পাথর খাদানে কাজ করতে নেমেছিলেন। সেই সময়ই ধস নামে। তাতেই আটকে পড়েন ১২ শ্রমিক। বোল্ডার তৈরির জন্যই খাদান থেকে পাথর ভাঙার কাজ চলছিল। এই আবহে শ্রমিকদের পাশাপাশি পাঁচটি হিটাচি এক্সকাভেটর ও অন্যান্য ড্রিলিং মেশিন ধসের নিচে চাপা পড়ে গিয়েছে।

বন্ধ করুন